নয়াদিলিঃ গ্রেটার নয়ডায় (Greater Noida) পণের (Dowry) দাবিতে গৃহবধূকে হত্যার ঘটনায় যখন উত্তাল গোটা দেশ, তখন সামনে এল আর এক নারকীয় ঘটনা। অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন (Murder) করে দেহ টুকুরো টুকরো করে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে(Hyderabad)। ইতিমধ্যেই অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।
হায়দরাবাদে নারকীয় ঘটনা, খুন অন্তঃসত্ত্বা মহিলা
জানা গিয়েছে, মৃতার নাম স্বাতী। তাঁর স্বামীর নাম মহেন্দর রেড্ডি। স্বাতী ৫ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। হায়োদরাবাদের বিকারাবাদ জেলার কামারেড্ডিগুডায় থাকতেন তাঁরা। কিছু বছর আগে প্রেম করে বিয়ে এই দম্পতির। মহেন্দর পেশায় গাড়ি চালক। অভিযোগ, রবিবার সকালে স্ত্রী স্বাতীকে শ্বাসরোধ করে খুন করে মহেন্দর। এরপর অন্তঃসত্ত্বা স্ত্রীর দেহ টুকরো করে প্লাস্টিক ব্যাগে ভরে মুসা নদীতে ফেলে আসে সে। বোন স্বাতীকে ফোনে না পেয়ে সন্দেহ হয় তাঁর দিদির। পুলিশের দ্বারস্থ হন তিনি। এরপরই মহেন্দরকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। পুলিশি জেরায় অপরাধের কথা স্বীকার করে মহেন্দর। এরপরই মুসা নদীতে তল্লাশি চালিয়ে স্বাতীর দেহের বিভিন্ন অংশ উদ্ধার করা হয়। ইতিমধ্যেই মহেন্দরকে গ্রেফতার করেছে পুলিশ। স্বাতীর বাবার অভিযোগ, মেয়ের সঙ্গে জামাইয়ের সম্পর্ক ভাল ছিল না। বিয়ের পর থেকেই মেয়ের উপর অত্যাচার চালাত মহেন্দর।
অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে দেহ টুকরো করে জলে ফেলল স্বামী
The #Medipally Police of @RachakondaCop Arrested the accused, Mahender Reddy, who Brutally Murdered his Pregnant #Wife Swathi and Chopped her body into pieces with axa blade at East Balaji Hills, #Boduppal and thrown in the Musi River at Prathapsingaram village.… https://t.co/7t8T3AFEyk pic.twitter.com/ffKZnd51AM
— Surya Reddy (@jsuryareddy) August 24, 2025