Representational Image (Photo Credit: X)

নয়াদিল্লিঃ দ্বিতীয় স্ত্রীকে (Wife) ছেড়ে তৃতীয়বার বিয়ের (Wedding) সিদ্ধান্ত। তাতে আপত্তি জানাতেই পেট্রোল (Petrol) ঢেলে স্ত্রীকে পুড়িয়ে মারার অভযোগ স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বিহারের (Bihar) নালন্দা জেলার গাংনৌলি গ্রামে। অভিযুক্তের নাম বিকাশ কুমার। পাঁচ বছর আগে সুনীতা দেবী নামে এক তরুণীকে বিয়ে করে সে। সুনীতার বাবার অভিযোগ, বিয়ের পরই তাঁরা জানতে পারেন এটা বিকাশের দ্বিতীয় বিয়ে। প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ না হওয়ার আগেই দ্বিতীয়বার বিয়ে করে সে। বিয়ের পর সুনীতার দু'টি সন্তান হয়। দুর্ভাগ্যবশত দু'জনই মারা যায়।

বিহারে হাড় হিম করা ঘটনা, স্ত্রীকে খুন স্বামীর

এরপরই শুরু হয় অশান্তি। এক বান্ধবীকে বিয়ে করতে চায় সে। এই নিয়ে সুনীতার সঙ্গে শুরু হয় বিবাদ। বাপের বাড়ি চলে যেতে বাধ্য হন সুনীতা। দুর্গাপুজোর সময় স্ত্রীকে বাপেরবাড়ি থেকে ফিরিয়ে আনে বিকাশ।এরপর শনিবার সুনীতা তাঁর ভাইকে ফোন করে জানান, গায়ে পেট্রোল ঢেলে বাড়ির উঠোনে তাঁকে বেঁধে রাখা হয়েছে। তিনি আর বাঁচবেন না বলেও জানান। অভিযোগ,এরপরই সুনীতাকে খুন করে বিকাশ। রান্নার গ্যাস থেকে সমস্ত গ্যাস বের করে জ্বলন্ত দেশলাই কাঠি ছুড়ে দেওয়া হয় গায়ে। প্রতিবেশীদের থেকে খবর পেয়ে ওই বাড়িতে পৌঁছে মেয়ের মৃতদেহ উদ্ধার করে সুনীতার পরিবার।

তৃতীয় বিয়ে আপত্তি, দ্বিতীয় স্ত্রীকে পুড়িয়ে মারল স্বামী