ভাইরাল ভিডিয়ো (ছবিঃ সোশ্যাল মিডিয়া)

নয়াদিল্লিঃ রোজ দাম্পত্য কলহ লেগেই ছিল। এবার রাগের বশে স্ত্রীকে ব্যালকনির বাইরে ঝুলিয়ে রাখলেন স্বামী। ভয়ে আর্তনাদ স্ত্রীর। যুবকের 'অমানবিক' আচরণে খেপল নেটপাটা। জানা গিয়েছে, ঘটনাটি উত্তরাখণ্ডের। কিন্ত কবে এবং নিশ্চিতভাবে কোন জায়গায় এই ঘটনাটি ঘটেছে তা জানা যায়নি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি আবাসনের ব্যালকনির বাইরে ঝুলছেন এক তরুণী। তাঁর হাত ধরে রয়েছেন এক ব্যক্তি। ভয়ে চিৎকার করছেন ওই মহিলা। ওই তরুণীর চিৎকারে জড়ো হয়েছেন আবাসনের অন্যান্য আবাসিকরা। ভাইরাল ভিডিয়োর কমেন্ট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ওই ব্যক্তি সম্পর্কে মহিলার স্বামী। দু'জনের মধ্যে কোনও বিষয় নিয়ে ঝামেলা হওয়ার পরই স্ত্রীর উপর এই ধরনের 'অমানবিক অত্যাচার' করেন তিনি। ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ওই যুবকের গ্রেফতারির দাবি জানিয়েছে নেটিজেনদের একাংশ। কেউ কেউ আবার তাঁর এই আচরণকে 'অমানবিক' আখ্যা দিতে বাধ্য হয়েছেন। কেউ আবার অত্যাচারিত তরুণীর কথা ভেবে উদ্বেগ প্রকাশ করেছেন। যদিও অভিযুক্ত ব্যক্তি বা ভিডিয়োতে দেখতে পাওয়া তরুণীর নাম বা পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি।

ঝগড়ার মাঝে স্ত্রীকে ব্যালকনির বাইরে ঝুলিয়ে দিল স্বামী, যুবকের 'অমানবিক' আচরণে খেপল নেটপাড়া