শঙ্কর ও মনসা (ছবিঃX)

বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন স্ত্রী। আর তা জানতে পেরেই স্ত্রীকে নৃশংসভাবে খুন কওরে কাটা মুণ্ডু নিয়ে থানায় হাজির স্বামী। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর আনেকাল এলাকায়। অভিযুক্ত যুবকের নাম শঙ্কর। মনসা নামে এক যুবতীর সঙ্গে বিয়ে হয় তার। তাদের একটি সন্তানও রয়েছে। বিগত কিছুদিন ধরে বেঙ্গালুরুর আনেকাল এলাকার একটি ভাড়া বাড়িতে গিয়ে ওঠে এই দম্পতি। কর্মসূত্রে মাঝেমধে বাইরে থাকতে হত শঙ্করকে। তখন বাড়িতে একাই থাকতেন স্ত্রী মনসা। গত ৩ জুন কাজের জন্য বাইরে যেতে হয় শঙ্করকে। পরদিন সকালে ফেরার কথা ছিল তার। কিন্তু রাতেই ফিরে আসে সে। স্বামী যে বাড়ি ফিরবে তা জানতেন না মনসা। এমন সময় বাড়ি ফিরে স্ত্রীকে ফোনে কথা বলতে শুনে ফেলে শঙ্কর। গভীর রাতে কার সঙ্গে কথা বলছে স্ত্রী? এই নিয়ে শুরু হয় বচসা। বিবাদ চরমে পৌঁছলে মনসাকে বাড়ি থেকে বের করে দেয় শঙ্কর।

স্ত্রীকে গলা কেটে খুন স্বামীর, গ্রেফতার যুবক

এরপরই নানা বাহানায় বাড়ি ফিরে আসার চেষ্টা কওরে মনসা। শুধু তাই নয়, স্বামীকে নানাভাবে উত্যক্ত করত মনসা, এমনটাও অভিযোগ। এরপরই মেজাজ ধরে রাখতে না পেরে মনসাকে আক্রমণ করে শঙ্কর। গলা থেকে আলাদা কওরে দেওয়া হয় মাথা। এরপর সেই কাটা মাথা নিয়ে সুর্যনগর থানায় গিয়ে আত্মসমর্পণ করে শঙ্কর। ইতিমধ্যেই খুনের দায়ে শঙ্করকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় শঙ্করকে কেউ সাহায্য করেছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পরকীয়ায় মগ্ন স্ত্রী, হাতেনাতে ধরতে পেরে ধর থেকে মুণ্ডু আলাদা করে থানায় গিয়ে আত্মসমর্পণ স্বামীর