নয়াদিল্লিঃ ঘটনার অবিশ্বাস্য মোড়। দু'বছর আগে পণের দাবিতে স্ত্রীর (Wife) মৃত্যুর (Death) মামলায় জেল খেটে আসেন স্বামী-সহ শ্বশুরবাড়ির লোকেরা। এই ঘটনার ঠিক ২ বছর পর ফিরে এলেন 'মৃত' বধূ। ২০ বছরের যুবতীকে জীবিত অবস্থায় উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশের ঔরিয়া জেলায়।
পুলিশ সূত্রে খবর, ২০২৩ সালে আচমকা শ্বশুরবাড়ি থেকে নিখোঁজ হয়ে যান ওই তরুণী। এরপর তদন্তে নেমে জানা যায় পণের দাবিতে তাঁকে খুন করে দেহ লোপাট করে দেওয়া হয়েছে। এই মর্মে স্বামী ও শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪বি ধারায় (পণমৃত্যু) মামলা দায়ের করা হয়। সেই মামলায় শাস্তিও পান স্বামী-সহ শ্বশুরবাড়ির লোকেরা। সম্প্রতি মধ্যপ্রদেশ থেকে ওই নিখোঁজ তরুণীর খোঁজ মিলল। গত ১ অক্টোবর তাঁকে ঔরিয়ায় ফিরিয়ে আনা দু'বছর ধরে তিনিন কোথায় কী অবস্থায় ছিলেন তা জানার চেষ্টা করছে পুলিশ। এই ঘটনায় ঔরিয়ার সার্কেল অফিসার অশোক কুমার সিংহ বলেন, “বিয়ের এক বছরের মাথায় ওই তরুণী নিখোঁজ হয়ে যান। তাঁর পরিবার প্রথমে নিখোঁজ ডায়েরি করে এবং পরে আদালতের নির্দেশে স্বামী ও শ্বশুরবাড়ির কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। তদন্ত চলছিল। সম্প্রতি মধ্যপ্রদেশ থেকে তাঁকে খুঁজে পাওয়া গিয়েছে। গত ১ অক্টোবর তাঁকে ঔরিয়ায় ফিরিয়ে আনা হয়েছে। পরবর্তী তদন্ত চলছে।”
পণের দাবিতে খুন গৃহবধূ, ২ বছর পরে আসামি স্বামীর কাছে ফিরে এলেম 'মৃত' স্ত্রী
Husband, 6 In-Laws Charged For Dowry Death, Woman Turns Up Alive After 2 Years https://t.co/aIlSt75LSa pic.twitter.com/QaDMZgoN4B
— NDTV (@ndtv) October 2, 2025