প্রতীকী ছবি (Photo Credit: Wikipedia)

নয়াদিল্লি: সম্প্রতি কিছুদিন আগে ইলেকট্রনিক্স ও ইনফর্মেশন টেকনোলজি মন্ত্রকের তরফে পরিষ্কার ভাবে জানিয়ে দেওয়া হয়েছিল আধার কার্ড (Aadhar Card) রয়েছে এমন প্রত্যেকটি ভারতীয় নাগরিককে প্রতি ১০ বছর অন্তর তাঁদের কার্ডের ডিটেলস আপডেট (Update) করতে হবে। এই ঘোষণা শোনার পরেই অনেক মানুষই আছেন যাঁরা কীভাবে এই কাজ করবেন তা বুঝে উঠতে পারছেন না। বিষয়টি বাধ্যতামূলক না হলেও এটি করলে প্রতারকদের প্রতারণার হাত থেকে বাঁচার সম্ভাবনা বেড়ে যাবে।

তাই ব্যবহারকারীদের উচিত, আধারের ডেট অফ এনরোলমেন্টটি দেওয়ার পাশাপাশি আধারের সমর্থনে লাগা সমস্ত ডকুমেন্ট জমা দেওয়া, পরিচয়পত্রের প্রমাণ জমা দেওয়া, আধার এনরোলমেন্টে থাকা ঠিকানার প্রমাণপত্র জমা দেওয়া ও রেগুলেশন ১০ এর আপগ্রেড করা।

এর পাশাপাশি সেন্ট্রাল আইডেন্টিটিস ডাটা রিপোসিটোরির তরফে নির্দিষ্ট করে বলে দিয়েছে যে আধারে যেও কোন ধরনের পরিবর্তনের জন্য উপযুক্ত কর্তৃপক্ষের কাছে যেতে হবে ও পরিবর্তন করতে হবে।

কীভাবে অনলাইনে আপডেট করবে আধার কার্ড, জেনে নিন স্টেপ বাই স্টেপ

১) প্রথমে UIDAI-এর সরকারি ওয়েবসাইটে যান uidai.gov.in

২) আপ়়ডেট ডেমোগ্রাফিকস ডাটাকে বেছে নিন এবং মাই আধার ট্যাবের আন্ডারে স্ট্যাটাস চেক করুন।

৩) এরপর আপনি সোজা চলে জান myaadhaar.uidai.gov.in পেজে. সেটাতে ট্যাপ করে বিস্তারিত জানুন।

৪) আধার নম্বরটা এন্টার করে ক্যাপচা কোড লিখুন।

৫) এরপর ট্যাপ করুন OTP অপশনে।