Five Planets Will Visible: একসঙ্গে হাজির হবে বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি ও শনি; চোখ রাখুন ভোরের আকাশে
Representational Image (Photo Credits: unsplash.com)

এক মহাজাগতিক বিস্ময়ের সাক্ষী হতে চলেছি আমরা। রবিবার ১৯ জুলাই চাঁদের সঙ্গে আরও ৫টি গ্রহকে দেখা যাবে আকাশে৷ আর তা দেখা যাবে কোনও টেলিস্কোপ ছাড়া একেবারে খালি চোখে। এই গ্রহগুলি হল বুধ (Mercury), শুক্র, মঙ্গল (Mars), বৃহস্পতি ও শনি (Saturn)। সঙ্গে থাকব অর্ধেক চাঁদ (Crescent Moon)।

সূর্যোদয়ের কমপক্ষে করে ১ ঘণ্টা আগে আকাশের দিকে তাকাতে হবে৷ তাহলেই এই মহাজাগতিক বিস্ময় চোখে পড়বে। ৫টি গ্রহকে খালি চোখে আকাশে দেখা যাবে। ৪৫ মিনিট এই দৃশ্য দেখা যাবে। নাসা জানিয়েছে, পাঁচ গ্রহ ও চাঁদের বড় ও উজ্বল দেখাবে। যাতে খালি চোখাই দেখা যায়। যদি এ বারে এই দৃশ্য কোনও ভাবে মিস করেন, তাহলে ফের ৫ গ্রহকে একসঙ্গে আকাশে দেখতে আপনাকে অপেক্ষা করতে হবে ২০২২ সালের জুন মাস পর্যন্ত৷

কোথায় কোন গ্রহ দেখা যাবে:

৫টি গ্রহের মধ্যে ৪টিকে নক্ষত্রের মতো দেখাবে। বুধ, মঙ্গল, শনি ও বৃহস্পতি গ্রহকে নক্ষত্রের মতো দেখা যাবে সূর্য ওঠার ঘণ্টা খানেক আগে। বুধকে দেখা যাবে উত্তর-উত্তর-পশ্চিম দিকে, দক্ষিণ-দক্ষিণ-পূর্বে দেখা যাবে মঙ্গল গ্রহকে ও দক্ষিণ-পশ্চিমে দেখা যাবে বৃহস্পতি ও শনি গ্রহকে৷ শুক্র গ্রহকে দেখা যাবে পূর্ব-উত্তর-পূর্বে।