আপনার আধার কার্ডটি কি ১০ বছর কিংবা তারও আগে ইস্যু করা হয়েছিল? তাহলে আপনার পরিচয় ও ঠিকানা পত্র হিসাবে সেই পুরনো আধার কার্ডটি এবার আপডেট করাতে হবে। সম্প্রতি এমনই বিবৃতি জারি করেছে UIDAI। অনলাইন অথবা কোন আধার সেন্টার থেকে পুরনো আধার কার্ডটি আপডেট করার কাজটি করতে পারবেন।
সরকারি সংস্থার UIDAI এক বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, যেসকল আধার কার্ডগুলো ১০ বছর কিংবা তার আগে ইস্যু করা হয়েছিল তাঁদের আধার কার্ড আপডেট করার প্রয়োজন করেছে। UIDAI আরও জানিয়েছে অনলাইনে https://myaadhaar.uidai.gov.in পোর্টালটি থেকে মাত্র ৫০ টাকা পেমেন্ট করে আধার কার্ড আপডেট করার কাজটি করা যাবে।
তবে এই আপডেট প্রক্রিয়া বাধ্যতামূলক কিনা সেই কথা স্পষ্ট করে এখনও জানানো হয়নি। কিংবা কত দিনের মধ্যে নথি আপডেট প্রক্রিয়া সম্পন্ন করতে হবে সেই কথাও উল্লেখ করেনি UIDAI।
কীভাবে অনলাইনে আধার কার্ড আপডেট করবেব? জেনে নিন…
- UIDAI এর অফিশিয়াল সাইটে লগ-ইন করুন।
- MyAadhar অপশনে ক্লিক করুন।
- এবার Update Your Aadhar বিভাগে Update Address in Your Aadhar অপশনে ক্লিক করুন।
- আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা নম্বরে একটি OTP আসবে। ওয়েবসাইটে সেই OTP টি দিন।
- এখানে Aadhar data Field(s) to update এর অধীনে Address এ ক্লিক করুন।
- Update Aadhar অপশন বাছুন।
- এবার নতুন ঠিকানার প্রমাণপত্র আপলোড করে Proceed to update Aadhar সিলেক্ট করে Submit করুন।
- সব শেষে পেমেন্ট অপশনে গিয়ে UPI কিংবা নেট ব্যাঙ্কিংয়ের সাহায্যে ৫০ টাকা পেমেন্ট করুন।