How To Link Aadhaar-PAN: আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক এখন বাধ্যতামূলক (Aadhaar-PAN Card Linking)। নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আপনার আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করিয়ে না ফেলেন তাহলে অচল হয়ে যাবে আপনার প্যান কার্ডটি। বর্তমানে ভারতীদের প্রধান পরিচয় পত্র তাঁর প্যান কার্ড (Pan Card) এবং আধার কার্ড (Aadhaar Card)। এবার ওই দুই পরিচয় পত্রের লিঙ্ক বাধ্যতামূলক বলেই ঘোষণা করা হয়েছে।
ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের (Income Tax Department) তরফে জানানো হয়েছে, আসন্ন ৩১ মার্চের মধ্যে আধারের সঙ্গে প্যানের লিঙ্ক বাধ্যতামূলক। যারা তা করবেন না তাঁদের প্যান কার্ডটি ১ এপ্রিল থেকে নিষ্ক্রিয় হয়ে যাবে বলেই জানিয়ে দিয়েছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। সেই সঙ্গে দিতে হতে পারে ১০০০ টাকা জরিমানাও। তাই নির্দিষ্ট সময়ের আগেই লিঙ্ক করিয়ে ফেলুন আপনার প্যান এবং আধার কার্ড।
কীভাবে করবেন আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক? জানুন
১) ভারতের আয়কর বিভাগের অফিশিয়াল ওয়েবসাইটে যান।
২) আপনার প্যান আইডি দিয়ে রেজিস্টার করুণ।
৩) ইউজার আইডি, পাসওয়ার্ড, জন্ম তারিখ দিয়ে লগ ইন করুণ।
৪) এরপর 'প্রোফাইল সেটিংস' (Profile Settings) এ গিয়ে 'লিঙ্ক আধার' (Link Aadhaar) অপশনে ক্লিক করুণ।
৫) প্যান কার্ড অনুসারে আপনার নাম, জন্ম তারিখ, লিঙ্গ প্রমুখ তথ্য প্রদান করুণ।
৬) এবার প্যান কার্ডের সঙ্গে আপনার আধার কার্ডের বিবরণ যাচাই করুণ। মনে রাখতে হবে, যদি কোন অমিল পান তাহলে নথির যেকোনো একটিকে একই সংশোধন করতে হবে।
৭) যদি আধার এবং প্যানের বিশদ বিবরণ মিলে যায় তাহলে 'লিঙ্ক নাও'এ (Link Now) ক্লিক করুণ।