পুলিশের জালে অভিযুক্ত (ছবিঃX)

নয়াদিল্লিঃ সকালে খুড়তুতো বোনের (Cousin) থেকে রাখি (Rakhi)পরেছিলেন রাতে সেই বোনকেই ধর্ষণ (Rape) করে খুনের (Murder) অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে এমনকী ঘটনার মোড় ঘোরাতে মৃতদেহের গলায় ফাঁস লাগিয়ে দেওয়া হল কিন্তু তাতেও রক্ষা পেল না অভিযুক্ত পুলিশের হাতে গ্রেফতার হতে হল তাকে হাড়হিম করা ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের অরাইয়াতে

বোনকে ধর্ষণ করে খুনের অভিযোগ দাদার বিরুদ্ধে

জানা গিয়েছে, গত শনিবার রাখি উপলক্ষে কাকার বাড়িতে গিয়েছিল অভিযুক্ত ১৪ বছরের বোনের থেকে রাখিও বাঁধে সে ওইদিন রাতে মদ্যপ অবস্থায় ফের কাকার বাড়িতে ফিরে যায় সে অভিযোগ,এরপরই বোনকে ধর্ষণ করে সে শুধু তাই নয়, সব জানাজানি হয়ে যাওয়ার ভয়ে বোনকে খুন করে গলায় ফাঁস লাগিয়ে দেয় সে পরদিন সকালে ঘর থেকে মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার করেন বাবা-মা খবর দেওয়া হয় পুলিশে তদন্তে নেমে শুরুতেই পুলিশ বুঝতে পারে এটি আত্মহত্যার ঘটনা নয় ঘরের বিভিন্ন জায়গায় রক্তের ছাপ দেখা যায় এরপরই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ তার কথায় অসঙ্গতি মেলায় চেপে ধরা হয় তাকে এরপর পুলিশি জেরায় অপরাধের কথা স্বীকার করে সে এই ঘটনায় অরাইয়ার পুলিশ সুপার অভিজিৎ শঙ্কর বলেন,"ইতিমধ্যেই মৃতদেহের ময়নাতদন্ত করা হয়েছে রিপোর্টে ধর্ষণের উল্লেখ রয়েছে পুলিশি জেরায় অপরাধের কতাহ স্বীকার করেছে অভিযুক্ত"

সকালে রাখি বেঁধে হয়েছিল উদযাপন, রাতে সেই বোনকেই ধর্ষণ করে খুন দাদার