মধু প্রাকৃতিক উপাদান হিসেবে ত্বকের যত্নে ব্যবহৃত হয়ে আসছে। এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিসেপটিক গুণ, যা ত্বককে স্বাস্থ্যকর ও উজ্জ্বল রাখতে সাহায্য করে। দেখে নিন এই আবহাওয়ায় ত্বকে ঠিক রাখতে মধু কিভাবে ব্যবহার করবেন।

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে মধু খুবই কার্যকর। প্রতিদিন মুখে সরাসরি মধু লাগিয়ে ১০ মিনিট রেখে কুসুম গরম জল দিয়ে ধুয়ে ফেললে ত্বক হবে মসৃণ ও উজ্জ্বল। ব্রণ ও দাগ-ছোপের সমস্যা থাকলে মধু ও লেবুর রস মিশিয়ে ব্যবহার করলে উপকার পাওয়া যায়। মধুর অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য ব্রণ সৃষ্টি করা জীবাণু ধ্বংসে সাহায্য করে এবং ত্বকের প্রদাহ কমায়।

ত্বকের প্রাকৃতিক এক্সফোলিয়েটর হিসেবেও মধু দারুণ কাজ করে। মধু ও চিনি মিশিয়ে স্ক্রাব তৈরি করে মুখে ব্যবহার করলে মৃত কোষ দূর হয় এবং ত্বক নরম ও উজ্জ্বল দেখায়। যাদের ত্বক সংবেদনশীল, তারা মধুর সঙ্গে দুধ বা দই মিশিয়ে ফেসপ্যাক তৈরি করে ব্যবহার করতে পারেন।

এছাড়া, ত্বকে সানবার্ন বা র‍্যাশের সমস্যা হলে ঠান্ডা মধু লাগালে ত্বকে আরাম মেলে এবং জ্বালাভাব কমে যায়। নিয়মিত ব্যবহারে ত্বকের বলিরেখা ও বয়সের ছাপ হ্রাস পেতে সাহায্য করে।

সবচেয়ে বড় কথা, মধু সম্পূর্ণ প্রাকৃতিক ও পার্শ্বপ্রতিক্রিয়াহীন হওয়ায় এটি প্রতিদিনের স্কিন কেয়ার রুটিনে নির্ভয়ে ব্যবহার করা যায়।