মল্লিকার্জুন খাড়্গে, নরেন্দ্র মোদী, অমিত শাহ (ছবিঃANI)

নয়াদিল্লিঃ রবিবার জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায়(Kathua)  নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন। খানিক সুস্থ হয়ে ফিরে অসুস্থততার প্রসঙ্গ টেনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে(PM Narendra Modi) লাগাম ছাড়া আক্রমণ করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে(Congress chief Mallikarjun Kharge)। এ দিন সভায় দাঁড়িয়ে তিনি বলেন, "আমার বয়স এখন ৮৩। এত তাড়াতাড়ি মরব না।প্রধানমন্ত্রী মোদীকে ক্ষমতা থেকে না সরানো পর্যন্ত বেঁচে থাকব।" এ বার কংগ্রেস সভাপতির এই মন্তব্যের তীব্র নিন্দা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মোদীকে টেনে খাড়্গের মন্তব্য 'অপ্রীতিকর ও লজ্জাজনক' বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার টুইট করে তিনি জানান, "নিজের স্বাস্থ্যের বিষয়ে অপ্রয়োজনীয়ভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টেনে এনেছেন খাড়্গেজি। মোদীর প্রতি কংগ্রেস নেতাদের কতটা ঘৃণা এবং ভয় রয়েছে, এই মন্তব্যে সেটাই প্রকাশ পায়। সবসময় মোদীর কথাই ভাবেন কংগ্রেস নেতারা।"

 ‘অপ্রীতিকর ও লজ্জাজনক’,খাড়্গেকে আক্রমণ শাহের