প্রতিদিনের স্কিন কেয়ার রুটিনে ময়েশ্চারাইজার অত্যন্ত প্রয়োজনীয়। এটি ছাড়া স্কিন কেয়ার রুটিন সম্পূর্ণ নয়। তবে অনেকে ভেজাল থাকায় বাজার থেকে ময়েশ্চারাইজার কেনেন না। তাই জেনে নিন কিভাবে ঘরে বসেই ময়েশ্চারাইজার বানাবেন।

প্রথমে, ২ টেবিল চামচ ঠান্ডা অ্যালো ভেরা জেল নিন। এটি আপনার ত্বক কে হাইড্রেট রাখতে সাহায্য করে।

এরপর, যোগ করুন ১ টেবিল চামচ নারকেল তেল। নারকেল তেল শুধুমাত্র হাইড্রেশন দেয় না, ত্বকে এক প্রখর দীপ্তি ও কোমলতা নিয়ে আসে।

এর সাথে এক চামচ গাঢ় প্রাকৃতিক মধু মেশান। মধু শুধুমাত্র ত্বকে আর্দ্রতা বজায় রাখে না, বরং ত্বকে উজ্জ্বলতা ফিরিয়ে আনে।

সব উপাদানগুলোকে একসাথে মিশিয়ে নিন যত্নসহকারে

এইভাবেই ঘরে বসেই বানিয়ে ফেলুন ভেজালহীন ময়েশ্চারাইজার।