নয়াদিল্লিঃ দুর্ঘটনা নয়, খুন করা হয়ছে জুবিন গর্গকে(Zubeen Garg), দাবি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার(Himanta Biswa Sarma)। গত সেপ্টেম্বর মাসে সিঙ্গাপুরে নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভালে গিয়ে স্কুবা ডাইভিং করার সময়ে মৃত্যু হয় বিখ্যাত সঙ্গীতশিল্পী জুবিন গর্গের। তাঁর মৃত্যুর পর থেকেই একাধিক প্রশ্ন উঠতে থাকে। ঘটনার পূর্ণ তদন্তের দাবি জানায় গায়কের পরিবার। বিশেষ তদন্ত কমিটি গঠন করে ঘটনার পুর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেয় অসম সরকার। ইতিমধ্যেই এই ঘটনার সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। অপরাধমূলক যড়যন্ত্র, অনিচ্ছাকৃত হত্যা-সহ প্রায় ৬০টি ধারায় মামলা দায়ের হয়েছে। দ্রুততার সঙ্গে এই মামলার চার্জশিট জমা দেওয়ার কথা জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী। আগামী ১৭ ডিসেম্বরের মধ্যেই চার্জশিট জমা দেওয়া হবে বলে জানানো হয়েছে।
আগেই জুবিনের মৃত্যু নিয়ে অনেক অজানা তথ্য রয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। গায়কের মৃত্যু নিয়ে সোমবার তিনি বলেন, "তদন্ত চলছে। আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে জুবিন গর্গ খুনের চার্জশিট জমা দিতে বলা হয়েছে। তবে আমি বলব ৮ ডিসেম্বরের মধ্যে চার্জশিট জমা দিতে। বিদেশে কোনও ঘটনা ঘটলে তা নিয়ে চার্জশিট জমা দিতে হলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সম্মতির প্রয়োজন। আমি এই বিষয়ে অমিত শাহের সঙ্গে কথা বলেছি। অনুমতি পাওয়ার জন্য অনুরোধ জানিয়েছি। কয়েকদিনের মধ্যেই এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি দেবে তদন্তকারী দল।"
দুর্ঘটনা নয়, খুন হয়েছেন জুবিন, দাবি অসমের মুখ্যমন্ত্রীর
#WATCH | Guwahati: On Zubeen Garg's death case and SIT investigation, Assam CM Himanta Biswa Sarma says, "People are under judicial custody. Everyone is being forwarded on a case of murder. So it is not a new revelation for me; this is the position from day one. Police are… pic.twitter.com/qGw789JVZW
— ANI (@ANI) November 3, 2025