হিমাচল প্রদেশে অব্যাহত বন্যা পরিস্থিতি। মেঘভাঙা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হিমাচল প্রদেশ। প্রবল বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখানে। প্রাণ গিয়েছে বহু মানুষের। বানভাসি বর্ষার ফলে বন্যা কবলিত হিমাচল প্রদেশের কুল্লু কিয়াস গ্রামে মৃত্যু হল ১ জনের। আহত হয়েছেন ৬ জন। ক্ষতিগ্রস্ত হয়েছে ৯টি গাড়ি।
গত কয়েকদিনের অতি ভারি বৃষ্টির জেরে উত্তর ভারতে মোট ১৪৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। যার মধ্যে হিমাচল প্রদেশ থেকে মৃত্যুর খবর সবচেয়ে বেশি এসেছে। এ রাজ্যে এখনও পর্যন্ত ৯১ জনের মৃত্যু হয়েছে বলে খবর। সেই সংখ্যা বেড়ে ৯২।
অতি ভারি বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত প্রায় গোটা উত্তর ভারত (North India)। এক নাগাড়ে বৃষ্টি শুরু হয়েছে হিমাচল প্রদেশ (Himachal Pradesh), উত্তরাখণ্ড (Uttarakhand), পাঞ্জাব, হরিয়ানায়।