নয়াদিল্লিঃ পারিবারিক বিবাদের জের। মাকে (Mother) খুন (Murder) করে দেহ মাটিতে পোঁতার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশের সিরমৌর জেলার চাডেচ গ্রামে। নিহত মহিলার নাম জয়মন্তী দেবী। বয়স ৫১ বছর। পুলিশ সূত্রে খবর, গত শনিবার রাত থেকে নিখোঁজ ছিলেন ওই প্রৌঢ়া। মাকে খুঁজে না পায়ে থানায় নিখোঁজ ডায়েরি করে ছেলে পুষ্প কুমার। তদন্তে নেমেই ছেলে পুষ্পর উপর সন্দেহ হয় পুলিশের। প্রতিবেশীদের থেকে তদন্তকারীরা জানতে পারেন প্রায়শই তাঁর মায়ের সঙ্গে নানা বিষয়ে মতপার্থক্যের জেরে ঝগড়া বাঁধত তার। এরপরই পুষ্পকে জিজ্ঞাসাবাদ শুরু করে [পুলিশ। পুলিশি জেরার মুখে ভেঙে পড়ে সে জানায়, শনিবার রাতে মাকে খুন করেছে সে। খুনের পর বাড়ি থেকে ১০০ মিটার দূরে মৃতদেহ মাটিতে পুঁতে রাখে সে। পরবর্তীতে মাটি খুঁড়ে জয়মন্তী দেবীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ইতিমধ্যেই খুনের দায়ে পুষ্পকে গ্রেফতার করেছে পুলিশ।
পারিবারিক বিবাদের জের, মাকে খুন করে মাটি চাপা দিল ছেলে
Himachal Man Argues With Mother, Strangles Her To Death, Buries Body In Field https://t.co/ZwgRUguDkS pic.twitter.com/Pho8QzPdjV
— NDTV (@ndtv) August 19, 2025