নতুন দিল্লি, ১০ ডিসেম্বর: হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হওয়া দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত (General Bipin Rawat)-সহ ১১ জন সেনা কর্মীর আজ শেষকৃত্য (Last Rites) হবে। হেলিকপ্টার ভেঙে পড়ার ঘটনায় ইতিমধ্যেই ট্রাই সার্ভিস তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তের নেতৃত্ব দিচ্ছেন এয়ার মার্শাল মানবেন্দ্র সিং। তদন্ত দল গতকালই ওয়েলিংটনে পৌঁছে তদন্ত শুরু করেছে। এদিকে, হেলিকপ্টার ভেঙে পড়ার ঘটনায় নানা সংবাদমাধ্যমে নানা খবর প্রকাশিত হচ্ছে। অনেক জল্পনাও ছড়াচ্ছে।
বিষয়টি নজরে আসতেই বিবৃতি দিল বায়ুসেনা (Indian Air Force)। তারা বলেছে, ৮ ডিসেম্বর মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য তদন্ত দল গঠন করা হয়েছে। তদন্তটি দ্রুত সম্পন্ন করা হবে এবং তথ্য বের করা হবে। ততক্ষণ পর্যন্ত, মৃত ব্যক্তির মর্যাদাকে সম্মান জানাতে অজ্ঞাত জল্পনা এড়ানো যেতে পারে।" আরও পড়ুন: General Bipin Rawat Last Rites: জেনারেল বিপিন রাওয়াতকে শেষ শ্রদ্ধা জানাতে এসে কান্নায় ভেঙে পড়লেন এক বয়স্ক মহিলা, দেখুন ভিডিয়ো
জানা গিয়েছে, দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে দুর্ঘটনাস্থলে ড্রোন ব্যবহার করা হচ্ছে। ফ্লাইট ডেটা রেকর্ডার বা ব্ল্যাক বক্স ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে। তদন্ত দলটি ব্ল্যাক বক্সের প্রযুক্তিগত মূল্যায়ন করবে এবং সেই রিপোর্ট প্রতিরক্ষা মন্ত্রক জমা দেবে।
IAF has constituted a tri-service Court of Inquiry to investigate the cause of the tragic helicopter accident on 8 Dec. The inquiry would be completed expeditiously & facts brought out. Till then, to respect the dignity of the deceased, uninformed speculation may be avoided: IAF
— ANI (@ANI) December 10, 2021
সূত্র জানিয়েছে যে ফ্লাইট ডেটা রেকর্ডারে থাকা পেনড্রাইভ নিয়ে কোনও সমস্যা হলে রাশিয়ার সাহায্য নেওয়া হবে। কারণ কুন্নুরে ভেঙে পড়া মিগ-১৭ভি৫ হেলিকপ্টারটি (Mi-17V5 Helicopter) তৈরি হয়েছিল রাশিয়ায়। কেন্দ্রীয় সরকার তদন্ত দলকে দুর্ঘটনার কারণে জানার সব দিক খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে।
#TamilNaduChopperCrash | Teams of IAF & local Police investigate the site of the crash at Nanjappa Chatram village in Coonoor.
The mishap occurred on 8th Dec and claimed 13 lives, including that of CDS Gen Bipin Rawat, his wife Madhulika Rawat & other 11 Armed Forces personnel. pic.twitter.com/cCKHpR6pJc
— ANI (@ANI) December 10, 2021