নয়াদিল্লিঃ বৃষ্টিতে (Heavy Rain)বিপর্যস্ত মুম্বই-সহ দেশের বিভিন্ন অংশ। বৃষ্টিতে ভাসছে হায়দরাবাদও(Hyderabad)। জলমগ্ন দেশের বিস্তীর্ণ অংশ। ২৪ ঘণ্টায় রেকর্ড বৃষ্টি গোটা হায়দরাবাদ শহরে। বৃষ্টির জেরে বিপর্যস্ত নাগরিক জীবন। ১৪ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে সোমবার ১৫ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত মোট ২৪৫.৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে সিদ্দিপেটের নারায়ণরাওপেট এলাকায়। এছাড়া আবদুল্লাপুরমেট-ঠাঠিয়ানরম এলাকায় বৃষ্টি হয়েছে য় ১২৮ মিলিমিটার। পাশাপাশি মুশিরাপাট এলাকাতে বৃষ্টি হয়েছে ১২৪ মিলিমিটার। ইতিমধ্যেই পরিস্থিতি সামাল দিতে তৎপর তেলেঙ্গানা প্রশাসন। প্রস্তুত বিপর্যয় মোকাবিলা বাহিনী। বড়সড় বিপদ ঠেকাতে বানজারা হিলস এলাকাতে তৈরি করা হয়েছে কন্ট্রোল সেন্টার। জানা গিয়েছে, বৃষ্টিতে ভেসে গিয়েছেন তিনজন। তাঁদের খোঁজ মিলছে না। নিখোঁজ পারসিগুট্টা এলাকার এক বাসিন্দা। গির্জার কাছ থেকে তাঁর স্কুটার উদ্ধার করা হয়েছে। এছাড়া নামপাল্লি এলাকা থেকে নিখোঁজ হয়েছেন এক যুবক। ইতিমধ্যেই তিনজনের খোঁজ চালাচ্ছে পুলিশ।
অন্যদিকে এই পরিস্থিতিতে ক্ষুব্ধ হায়দরাবাদের বাসিন্দারা। প্রবল বৃষ্টিতে জল ঢুকছে বাড়িতে। জলমগ্ন রাস্তাঘাট। বৃষ্টি বাড়লে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা।
বৃষ্টিতে বিপর্যস্ত হায়দরাবাদ, জলে ভেসে গেলেন ৩ জন
Heavy rains batter Hyderabad — flooding throws life out of gear, 2 men reported missing. India Today's @Journo_Abdul with more details.#HyderabadRains #Floods #TheBurningQuestion @Sriya_Kundu #ITVideo pic.twitter.com/ZFAm1aGytR
— IndiaToday (@IndiaToday) September 15, 2025