নয়াদিল্লি কাটেনি ফাঁড়া। প্রবল বৃষ্টি, ভূমিধস (Landslide) ও হড়পা বানের (Flashflood) জেরে বিপর্যস্ত হিমাচল প্রদেশ (Himachal Pradesh)। বন্ধ রাস্তাঘাট, ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক। মান্ডি জেলার ১৭৬টি-সহ হিমাচল প্রদশ জুড়ে বন্ধ ২৬০টিরও বেশি রাস্তা। এরই মধ্যে, আজ, রবিবার ফের ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ইতিমধ্যেই জারি লাল সতর্কতা। এর পাশাপাশি সোলান, কুল্লু, চাম্বা, হামিরপুরে বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা। উল্লেখ্য, গত ২০ জুন হিমাচলে বর্ষা প্রবেশ করার পর থেকে রাজ্যজুড়ে মোট ৭২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। যার মধ্যে ৪৫ জনের প্রাণ গিয়েছে বৃষ্টি, হড়পা বান এবং ভূমিধসের জেরে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির সম্মুখীন মান্ডি। শুধুমাত্র মান্ডিতেই বৃষ্টিপাতজনিত কারণে ১৪ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ ৩১ জন। রবি সকালে বিভিন্ন অঞ্চলের পরিস্থিতি খতিয়ে দেখতে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর।
ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হিমাচল প্রদেশ
উল্লেখ্য, গতবছরও ভারি বর্ষণে ব্যাপক ক্ষতি হয় হিমাচলের। বৃষ্টিপাতজনিত কারণেপ্রাণ হারান ৫৫০ জন। স্টেট ইমারজেন্সি অপারেশন সেন্টারের হিসাব অনুযায়ী এখনও পর্যন্ত ক্ষতির পরিমাণ ৫৪১ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। অন্যদিকে মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর হিসেব বলছে অন্য কথা। মুখ্যমন্ত্রীর মতে, ক্ষতির পরিমাণ কোনওমতেই ৭০০ কোটির কম নয়। ধসের কারণে প্রায় ৩০০টি ট্রান্সফরমার এবং ২৮১টি জল সরবরাহ প্রকল্প ক্ষতিগ্রস্থ হয়েছে বলে সরকারি সূত্রে খবর।
#WATCH | Himachal Pradesh | Aftermath of the flash floods and cloud bursts in Mandi's Thunag (05.07) pic.twitter.com/WPN2ggrfwD
— ANI (@ANI) July 6, 2025
IMD Sounds Red Alert in Himachal Pradesh https://t.co/4HZ2dmV9qq
— India News (@dailyindia) July 6, 2025