প্রধানশিক্ষিকার কীর্তি (ছবিঃX)

নয়াদিল্লিঃ পড়াশোনা উঠেছে লাটে। ক্লাসরুমে (Classroom) এসে টেবলে (Table) সোজা শুয়ে পড়লেন শিক্ষিকা(Teacher)। এরপর পড়ুয়াদের দিয়ে চলল পা টেপানো। এই ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লেই ছড়াল চাঞ্চল্য। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে তামিলনাড়ূর ধর্মপুরি জেলায় মাভেরিপট্টি প্রাইমারি স্কুলে। অভিযুক্ত শিক্ষিকার নাম কালাইবাণী। তিনি ওই স্কুলের প্রধানশিক্ষিকা। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে সে রাজ্যের শিক্ষা দফতর। উপযুক্ত তথ্যপ্রমাণ পেলে তাঁর বিরুদ্ধে কঠর পদক্ষেপ করা হবে বলে আশ্বাস শিক্ষা প্রশাসনের। ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, ক্লাসরুমে ঢুকেই টেবলে শুয়ে ছাত্রীদের পা টেপার নির্দেশ দিচ্ছেন তিনি। শিক্ষিকার কথামতো তাঁর পা টিপে দিচ্ছে খুদে পড়ুয়ারা। এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় নিন্দের ঝড় তুলেছে। একজন প্রধান শিক্ষিকার আচরণ কীভাবে এমন হতে পারে? প্রশ্ন তুলছেন নেটিজেনরা। উল্লেখ্য, তামিলনারূতে এই ধরনের ঘটনা নতুন নয়। গত  বছর সালেম জেলার থালাইবাসাল এলাকার কামাক্কাপালায়ম নামক স্থানে একটি সরকারি স্কুলে এই ধরনের ঘটনা ঘটে।   ক্লাস চলাকালীন বারবার ঘুমিয়ে পড়ার অভিযোগ ওঠে গণিত শিক্ষক জয়প্রকাশের বিরুদ্ধে। শুধু তাই নয়, এমনকী ছাত্রছাত্রীদের দিয়ে পা টেপানোর অভিযোগও ওঠে। এরপর তাঁকে সাময়িকভাবে বরখাস্তের সিদ্ধান্ত নেয় শিক্ষা দফতর।

ক্লাসের মধ্যে টেবলে শুয়ে পড়য়াদের পা টেপার নির্দেশ, প্রধান শিক্ষিকার আচরণে হতবাক নেটপাড়া