সাধারণত গুরুজনেরা তাদের থেকে ছোটদের বলেন, জীবনে সৎ পথে চলতে। অসৎ কর্ম না করতে। কিন্তু কর্ণাটকের মন্ত্রী মাইক হাতে ছাত্র সমাবেশে পড়ুয়াদের উদ্দেশ্য অন্য সুর গাইলেন। ‘টুকলি’ করে দশম শ্রেণীর গণ্ডি পার করেছেন তিনি। ‘চিটিং’ এর উপর তার পিএইচডি করা রয়েছে। ভরা সভায় এমনই আশ্চর্যচকিত কথা বলতে শোনা গেল কর্ণাটকের মন্ত্রী বি শ্রীরামালুর (B Sriramulu) মুখে। Karnataka Road Accident: গাড়ির সঙ্গে লরির মুখোমুখি ধাক্কা, মৃত তিন পড়ুয়া
রবিবার কর্ণাটকের বেল্লারি জেলার একটি কলেজে আয়োজিত হয়েছিল হীরক জয়ন্তী অনুষ্ঠান। বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন আদিবাসী কল্যাণ মন্ত্রী বি শ্রীরামালু (B Sriramulu)। উল্লেখ্য, ওই কলেজের প্রাক্তন ছাত্র ছিলেন তিনি। সমাবেশে ভাষণ দিতে উঠে নিজের স্কুল জীবনের প্রসঙ্গ টেনে আনেন মন্ত্রী। জানান, কীভাবে তিনি দশম শ্রেণী পাশ করেছেন। উপস্থিত ছাত্রদের উদ্দেশ্যে তিনি বলেন, পরীক্ষায় টুকলি করাতে তাঁর পিএইচডি করা রয়েছে।
এদিনের ছাত্র সমাবেশের ভাষণে কর্ণাটক মন্ত্রী (Karnataka Minister) বলেন, “ছোটবেলায় প্রতিদিন পড়ার ব্যাচে আমায় অপমান করা হত। শিক্ষকরা বলতেন, আমার দ্বারা কিছুই হবে না। কিন্তু আমি যখন দশম শ্রেণী পাশ করি তখন আমার শিক্ষকরা অবাক হয়েছিলেন। আমি তাদের বলেছিলাম, পরীক্ষায় চিটিং করে আমি কেবল দশম শ্রেণী পাশ করেছি তা নয়। পরীক্ষায় চিটিং করা নিয়ে আমি পিএইচডি করে ফেলেছি"।
ভরা সমাবেশে মন্ত্রীর মুখে এইরূপ কথা শুনে হতচকিয়ে যান উপস্থিত পড়ুয়া থেকে শুরু করে সকলেই। বিজেপি মন্ত্রীর এ হেন উক্তিতে শোরগোল পড়ে গিয়েছে কর্ণাটকে।