টয়লেটে বন্দি গৃহবধূ

চণ্ডীগড়, ১৫ অক্টোবর: মানুষের নিষ্ঠুরতা ঠিক কতটা পর্যায়ে যেতে পারে তার নিকৃষ্ট তম উদাহরণ মিলল পাঞ্জাবে। স্ত্রীকে জোর করে বছরভর টয়লেটে আটকে রাখার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ওই হবধূকে অত্যন্ত অসুস্থ অবস্থায় এদিন উদ্ধার করেছেন মহিলা সুরক্ষার টিম ও শিশু বিবাহ বিরোধী আধিকারিকরা। ঘটনাটি হরিয়ানার (Haryana) পানিপথ জেলার রিষপুর গ্রামের। সংবাদ সংস্থা এএনআই-এর টুইট থেকে জানা গিয়েছে, নির্যাতিতা গৃহবধূ স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হলে তার দাবি, স্ত্রী মানসিক ভারসাম্যহীন। মহিলাকে উদ্ধারের পরেই পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে। খুব শিগগির পদক্ষেপ করা হবে। জানা গিয়েছে, তিন সন্তানের মা ওই গৃহবধূকে বুধবার দুর্গন্ধময় টয়লেট থেকে উদ্ধার করা হয়েছে। আরও পড়ুন-Mulayam Singh Yadav: করোনা আক্রান্ত মুলায়ম সিং যাদব, উপসর্গহীন ৮০ বছরের রাজনীতিক

এএনআই টুইট

উদ্ধারের পর প্রথমে ওই গৃহবধূকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। জেলা মহিলা সুরক্ষা অধিকর্তা রজনী গুপ্তার কাছে খবর ছিল রিষপুর গ্রামের এক গৃহবধূকে তাঁর স্বামী টয়লেটে আটকে রেখেছে। খবর পাওয়া মাত্র তড়িঘড়ি গৃহবধূকে উদ্ধার করতে ঘটনাস্থলে টিম নিয়ে পৌঁছান রজনী গুপ্তা। টয়লেটের দরজা খুলে দেখা যায় ভয়াবহ অবস্থায় পড়ে রয়েছেন তিনি।