প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

চণ্ডীগড়, ২৫ জুলাইঃ দুই যমজ শিশুকন্যাকে খুন করার অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। নয় মাসের যমজ কন্যাদের মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে, স্ত্রীয়ের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে থানার দারস্ত হয়েছেন স্বামী। হরিয়ানার (Haryana) জিন্দ জেলার দানোদা গ্রামে ঘটেছে এই নির্মম ঘটনা। তা পাঁচকান হতেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

আরও পড়ুনঃ মাছ ধরতে গিয়ে ডলফিন শিকার, গ্রেফতার

ঘটনা প্রসঙ্গে সদর থানার তদন্তকারী কর্মকর্তা জানান, অভিযুক্ত মহিলার নাম শীতল। মহিলার বিরুদ্ধে দুই শিশু কন্যাকে খুনের অভিযোগ তুলেছেন সন্তানহারা বাবা। অভিযোগে তিনি জানিয়েছেন, গত ১২ জুলাই মাঠে কাজে গিয়েছিলেন। দুপুরে খেতে বাড়ি আসেন তিনি। দেখেন বাড়ির বাইরে লোকের ভিড়। বাড়িতে ঢুকতেই স্ত্রী বলেন দুই মেয়ে জানকী এবং জাহ্নবী মারা গিয়েছে। নয় মাসের দুই দুধের সন্তানকে হারিয়ে শোকাহত বাবা। স্ত্রীয়ের কথা বিশ্বাস করে মেয়েদের দেহের ময়নাতদন্ত না করেই কবর দিয়েছিলেন।

তবে দুই মেয়ের মৃত্যুর ১৩ দিন পর নিজের অপরাধ পরিবারের কাছে শিকার করেন শীতল। জানান, বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে শিশুকন্যাদের নিজের হাতে খুন করেছেন তিনি। এরপরেই থানার দারস্ত হন মহিলার স্বামী। সন্তানহারা বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্ত মহিলাকে। তবে নিজের দুই সদ্যজাত সন্তানকে হত্যার পিছনে মায়ের কী উদ্দেশ্য ছিল তা জানা যায়নি। খুনের কথা নিজে থেকে পরিবারের কাছে শিকার করার পিছনেই বা কী কারণ তাও স্পষ্ট নয়।

ওই তদন্তকারী কর্মকর্তা আরও জানিয়েছেন, শিশুকন্যাদের মৃতদেহ কবর থেকে বের করে ময়নাতদন্তের জন্যে পাঠানো হবে।