Singer Sourin Bhatt (Photo Credits: Twitter)

মুম্বই, ১২ জুনঃ জনপ্রিয় গায়ক সৌরিন ভাটের (Sourin Bhatt) বিরুদ্ধে উঠল যৌন হয়রানির অভিযোগ। বর্তমানে মুম্বইবাসী (Mumbai) গায়কের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন ওড়িশার কটকের এক মহিলা। প্রথমে জগতপুর থানায় সৌরিনের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেন ওই মহিলা। এরপর তিনি গায়কের বিরুদ্ধে মহিলা থানার দারস্ত হয়েছেন।

জানা গিয়েছে, অভিযোগকারী মহিলা কটকের (Cuttack) এক বেসরকারি ব্যাঙ্কে কর্মরত। মহিলা অভিযোগে জানিয়েছেন, ২০১৫ সালে প্লেব্যাক গায়ক সৌরিন ভাটের (Sourin Bhatt) সঙ্গে পরিচয় হয় তাঁর। এরপর সৌরিন তাঁকে চলচ্চিত্রে প্লেব্যাকে গান গাওয়ার সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। সেই গান গাওয়ার সুযোগের অজুহাতে গায়ক তাঁকে দিনের পর দিন মানসিক এবং শারীরিকভাবে শোষণ করে গিয়েছেন, অভিযোগ মহিলার।

এদিকে ওড়িশার চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে (Ollywood) সাম্প্রতিককালে কাস্টিং কাউচ নিয়ে বিতর্কের ঝড় উঠেছে। তারই মাঝে সৌরিন ভাটের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগ কাস্টিং কাউচের হোমে ঘি ঢালার কাজ করেছে। যদিও এই প্রসঙ্গে অভিযুক্ত গায়ক সৌরিন ভাটের (Sourin Bhatt) সঙ্গে এখনও কোন যোগাযোগ করা যায়নি।