Happy Krishna Janmashtami 2022 Greetings: জন্মাষ্টমীর শুভ মুহুর্তে আপনার জন্য রইল ছবি সহ শুভেচ্ছা বার্তা, অষ্টমী তিথির সূচনায় শেয়ার করুন এই ছবি Facebook, Twitter, Instagram, Messenger এ
Photo Credit_Latestlymedia.com

প্রতিবছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে পালন করা হয়। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই দিনটির একটি বিশেষ গুরুত্ব আছে। প্রাচীন কাল থেকেই ভারত সহ আরো কয়েকটি দেশে অত্যন্ত উৎসাহের সাথে জন্মাষ্টমী পালন হয়ে আসছে। এই দিন ভগবান শ্রী কৃষ্ণের শিশু রূপ গোপালের পূজা করা হয়। ভক্তরা সারাদিন উপবাস থেকে হরিনাম জপ, ভজন কীর্তন ও অভিষেক দর্শন করে ব্রত পালন করে থাকেন। এছাড়া বিভিন্ন মন্দিরে ধর্মীয় গীত ও কৃষ্ণ লীলা নাটকের আয়োজন করা হয়। জন্মাষ্টমীর এই শুভ মুহূর্তে বন্ধু-বান্ধব ও পরিজনদের জন্মাষ্টমী শুভেচ্ছা জানানোর জন্য লেটেস্টলি বাংলা(Latestly Bangla)  নিয়ে এসেছে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা বার্তা।শেয়ার করুন আত্মীয় পরিবার পরিজন  ও বন্ধুদের সঙ্গে-

Photo Credit_Latestlymedia.com
Photo Credit_Latestlymedia.com
Photo Credit_Latestlymedia.com
Photo Credit_Latestlymedia.com
Photo Credit_Latestlymedia.com