জম্মু-কাশ্মীরের শ্রীনগরের লাল চকে ইতিহাস গড়ল! জন্মভূমি রথযাত্রা শ্রীনগরের লাল চকে (Lal Chowk) পৌঁছয় এবং সেখানে প্রথমবারের মতো পূজা করা হয়। পাঠ করা হয় হনুমান চালিসাও (Hanuman Chalisa)। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যপক ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে লাল চকে আরতি করা হচ্ছে, হনুমান চালিসা পাঠ করতে বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়েছেন। পাশাপাশি কঠোর নিরাপত্তা ব্যবস্থাও রয়েছে।
দেখুন ভিডিও
#WATCH | Jammu & Kashmir: Hanuman Chalisa and Aarti organised yesterday near Ghanta Ghar in Srinagar, under the supervision of Swami Govinand Saraswati Maharaj. pic.twitter.com/ahrpoK4cHB
— ANI (@ANI) October 19, 2023
লাল চক একসময় সন্ত্রাসের আঁতুড় ঘর ছিল। হনুমান চালিসা পাঠ তো অনেক দূরের কথা, এখানে ভারতের পতাকা উত্তোলন করাও সম্ভব ছিল না।
At Lal Chowk in #Kashmir the enchanting recitation of Hanuman Chalisa fills the air with a sense of spirituality & togetherness.
It is a wonderful reflection of the cultural diversity and rich traditions of Jammu & Kashmir.#Kashmiriyat #LalChowk #LeoReview #LeoDisaster… pic.twitter.com/3yselvwScl
— zindadilkashmir (@jindadilkashmir) October 19, 2023