মৃত শিশু ও তার বাবা-মা (ছবিঃX)

নয়াদিল্লিঃ মধ্যপ্রদেশের (Madhya Pradesh) গোয়ালিয়রে (Gwalior) শিশুর চরম পরিণতি বিষাক্ত গ্যাসে দম বন্ধ হয়ে প্রাণ গেল শিশুর বিষক্রিয়ার জেরেই মৃত্যু বলে দাবি শিশুর বাবা-মায়ের হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন পরিবারের আরও তিন সদস্য ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়

জানা গিয়েছে, কৃষ্ণ যাদব নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকত ওই শিশুর বাবা-মা অভিযোগ,ওই বাড়ির তিনতলার বারান্দায় প্রায় ২৫০ কুইন্টাল গম মজুত করে রেখেছিলেন বাড়ির মালিক সেই শস্যকে পোকামাকড়ের হাত থেকে রক্ষা করতে বস্তায় 'সালফাস' ট্যাবলেট রেখেছিলেন তিনি। অনুমান সেই সালফাস ট্যাবলেটগুলি জলের সংস্পর্শে এসে ফসফিন গ্যাস উৎপন্ন করে ওই গ্যাসের জেরে দমবন্ধ হয়ে মৃত্যু হয় শিশুর অসুস্থ হয়ে পড়েন আরও কয়েকজন দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চার বছরের ওই শিশুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা বাকিদের অবস্থা আশঙ্কাজনক তাঁদের ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে এই ঘটনার পর বাড়ি থেকে নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক দল প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, গ্যাসের কারণেই দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে ওই শিশুর

দম বন্ধ হয়ে মৃত্যু ৪ বছরের শিশুর, হাসপাতালে আশঙ্কাজনক আরও ৩