Representational Image (Photo Credit: X)

নয়াদিল্লিঃ স্ত্রী (Wife) প্রেমিকাকে (Girlfriend) খুন করে একই জায়গায় দেহ পোঁতার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে গুজরাটে টাকা সম্পত্তির জেরে খুন বলে পুলিশ সূত্রে খবর তিন মাসের ব্যবধানে দু'জনকে খুন করা হয় ঘটনা ঘিরে চাঞ্চল্য গোটা এলাকায়

জানা গিয়েছে, গুজরাটের ভসারি হাইওয়ের কাছে একটি পরিত্যক্ত চাল কল থেকে এক মহিলার রক্তাক্ত নগ্ন দেহ উদ্ধার হয় মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ এই ঘটনার তদন্তে নেমে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ তাকে জেরা করতেই জট কাটে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে জানা যায়, এর আগে নিজের স্ত্রীকেও খুন করে সে পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম ফয়জল রিয়া নামে এক তরুণীর সঙ্গে সম্পর্ক ছিল তার স্ত্রীকে লুকিয়ে মাঝেমধ্যেই রিয়ার সঙ্গে দেখা করত সে কিন্তু সম্প্রতি টাকাপয়সা নিয়ে প্রেমিকার সঙ্গে কিছু ঝামেলা বাঁধে এরপরই রাগের মাথায় প্রেমিকাকে খুন করে ফয়জল এরপর দেহ পুঁতে দেয় ওই চাল কলের কাছে

পুলিশকে সে আরও জানায়, রিয়ার সঙ্গে সম্পর্কের কথা জেনে ফেলে স্ত্রী সুহানা এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই বচসা বাঁধত স্ত্রীর সঙ্গেও সম্পত্তি নিয়ে বিবাদ ছিল তার জেরে স্ত্রী সুহানাকেও খুন করে সে ইতিমধ্যেই জোড়া খুনের দায়ের ফয়জলকে গ্রেফতার করেছে পুলিশ

 ৩ মাসের ব্যবধানে স্ত্রী ও প্রেমিকাকে খুন করে এক জায়গায় দেহ পুঁতল যুবক