নয়াদিল্লিঃ অপেক্ষার অবসান। মহাকাশ থেকে দেশের মাটিতে পা দিলেন শুভাংশু শুক্লা( Shubhanshu Shukla)। দিল্লিতে (Delhi) অবতরণ করে ইতিহাস গড়লেন এই মহাকাশচারী। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত। এছাড়া উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং। সেই সঙ্গেই হাজির ছিল শুভাংশুর পরিবার।
দেশে ফিরলেন শুভাংশু, দিল্লিতে মহাকাশচারীকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী
১৫ জুলাই মহাকাশে অভিযান সেরে পৃথিবীতে ফেরেন বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। তারপর থেকে আমেরিকাতেই ছিলেন। মহাকাশ থেকে ফেরার পর এই প্রথম দেশের মাটিতে পা রাখলেন তিনি। এদিন আমেরিকা থেকে দিল্লিগামী বিমানে ওঠার আগে ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্ট করেন শুভাংশু। সেই পোস্টে তিনি লেখেন, "ভারতে ফেরার বিমানে চেপেছি। মনের মধ্যে একটা মিশ্র অনুভূতি হচ্ছে। এই অভিযানের প্রস্তুতির জন্য এখানে প্রায় ১ বছর কাটিয়েছি। এখানে থাকতে থাকতে সবাই অত্যন্ত কাছের হয়ে উঠেছে। আমার পরিবারের একজন হয়ে উঠেছে। তাঁদের বিদায় জানাতে কষ্ট হচ্ছে। আবার অন্যদিকে নিজের দেশে ফেরার আনন্দও যেন আলাদা। সেখানে ফিরে পরিবার, বন্ধুবান্ধবের সঙ্গে দেখা করতে পারব, তা ভেবেই ভাল লাগছে।" সূত্রের খবর, দিল্লিতে শীঘ্রই শুভাংশুর সঙ্গে দেখা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মহাকাশ ছুঁয়ে 'ঘরে' ফিরলেন শুভাংশু
VIDEO | Union Minister Jitendra Singh extended a warm welcome to astronaut Shubhanshu Shukla on his arrival in Delhi.
Group Captain Shubhanshu Shukla served as the pilot of NASA’s Axiom-4 Space Mission, which launched from the Kennedy Space Center in Florida, United States, on… pic.twitter.com/xqwXAkzGVQ
— Press Trust of India (@PTI_News) August 17, 2025