নয়াদিল্লিঃ নাতির মুখ দেখার আশা ছিল। কিন্তু ফের নাতনি হওয়ায় চার মাসের শিশুকন্যাকে শ্বাসরোধ করে খুনের (Murder) অভিযোগ উঠল ঠাকুমার বিরুদ্ধে। হাড়হিম করা ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh)নর্মদাপুরম জেলার বারখেদি গ্রামে। জানা গিয়েছে, বৃদ্ধার নাম মীনাবাই আসওয়ারে। গত শুক্রবার ঘরের মধ্যে দোলনায় ঘুমিয়ে ছিল চার মাসের শিশুকন্যা। তার মুখে তোয়ালে চেপে ধরে তাকে খুন করে ওই বৃদ্ধা। এরপর শিশুকন্যার দেহ ব্যাগের মধ্যে ভরে একটি শুকনো কুয়োর ফেলে দেওয়া হয়। কিছুক্ষণ পর সন্তানকে খুঁজে না পেয়ে কান্নাকাটি শুরু করেন শিশুর মা। শোরগোল পড়ে গোটা এলাকায়। এরপর পুলিশ এসে ওই কুয়ো থেকে শিশুর দেহ উদ্ধার করে। শুরু হয় তদন্ত। ঠাকুমার আচরণ প্রথম থেকেই সন্দেহজনক লেগেছিল পুলিশের। পরে পুলিশি জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার করে সে। পুলিশকে বৃদ্ধা জানায়, নাতির জন্য ভগবানের কাছে অনেক প্রার্থনা করেছিল সে , কিন্তু তা না হওয়ায় সদ্যজাতকে খুন করে সে। ইতিমধ্যেই খুনের দায়ে ওই বৃদ্ধাকে গ্রেফতার করেছে পুলিশ।
নাতির আশায় সদ্যজাতকে খুন ঠাকুমার
Grandmother Strangles 4-Month-Old Granddaughter In Madhya Pradesh https://t.co/wh3n7nOyXp pic.twitter.com/ratoeGoq2U
— NDTV (@ndtv) September 22, 2025