নয়াদিল্লিঃ ত্রিপুরায় (Tripura) গা শিউরে ওঠার মতো ঘটনা। নাবালিকাকে ধর্ষণ (Minor Rape)করে খুনের চেষ্টার অভিযোগ উঠল দাদুর বিরুদ্ধে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে আগরতলার রাজনগর এলাকায়। অভিযুক্তের নাম, শঙ্কর দাস। ওই নাবালিকার পূর্ব পরিচিত ছিল শঙ্কর। তাকে দাদু বলে সম্বোধন করত নির্যাতিতা। অভিযোগ, একা পেয়ে নাবালিকার উপর পাশবিক অত্যাচার চালায় মাছ বিক্রেতা শঙ্কর। এরপর নাবালিকাকে খুনের চেষ্টা করা হয়। কোনওরকমে প্রাণে বাঁচে সে। এরপর ঘটনা জানাজানি হতেই অভিযুক্তের উপর চড়াও হয় এলাকাবাসী। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
আগরতলায় হাড়হিম করা ঘটনা, দাদুর লালসার শিকার নাতনি
ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পেশ করেছে পুলিশ। তাকে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।অন্যদিকে নির্যাতিতার শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তাকে প্রথমে আইজিএম হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরে শারীরিক অবস্থার অবনতি হলে জিবি প্যান্ট হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
নাতনিকে ধর্ষণ করে খুনের চেষ্টা, গ্রেফতার দাদু
Minor Girl Rape Case: Fish Trader Arrested in Sekerkot by West Agartala Women Policehttps://t.co/YXInssszyg pic.twitter.com/G4xy74tPEd
— AGULI (@AguliIn) October 4, 2025