নতুন বছরে গুগল কর্মীদের জন্যে দুঃসংবাদ অপেক্ষা করছে। কর্মী ছাঁটাইয়ের পথে এগোচ্ছে গুগল (Google Layoffs 2023)। গত সপ্তাহের সংস্থার কর্তৃপক্ষদের মধ্যে একটি বৈঠক হয়। আর সেই বৈঠকের পরেই উঠে এসেছে কর্মী ছাঁটাইয়ের খবর।
জানা গিয়েছে, সংস্থার ৬% কর্মীর কর্ম দক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে। যাদের কাজের গতিবিধি পর্যবেক্ষণ করে সংশোধনের বার্তাও পাঠিয়েছে গুগল। আর সেই খবর প্রকাশ্যে আসতেই অশনিসংকেতের আভাস পাচ্ছে কর্মীরা। তবে কি ওই ৬% কর্মী কাজ হারাতে চলেছেন!
একটি সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, গুগল তাঁর ৬% কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে নতুন বছরে। কর্মীদের কর্ম ক্ষমতার উপর বিচার করেই এই ছাঁটাই প্রক্রিয়া চালাবে গুগল। সংস্থার প্রায় ১০,০০০ কর্মচারী কাজ হারাতে চলেছেন।
প্রতিবেদনে আরও উল্লেখ রয়েছে, গুগলের (Google Layoffs 2023) বেশ কিছু কর্মী নতুন প্রযুক্তির সঙ্গে মালিয়ে নিয়ে কাজ করতে পারছেন না। তাঁরা নতুন কর্ম দক্ষতা সম্পন্ন সিস্টেমের সঙ্গে কাজ করতে প্রযুক্তিগত এবং পদ্ধতিগত সমস্যার সম্মুখীন হচ্ছেন। যার ফলে গুগল মনে করছে, এটি তাঁদের সংস্থার কাজের সঠিক মূল্যায়ন করছে না। ক্ষতি হচ্ছে সংস্থার। যদিও কর্মী ছাঁটাইয়ের বিষয়ে গুগলের তরফ থেকে সরাসরি কিছু জানানো হয়নি।