কলকাতাঃ উৎসবের মরশুমে তড়তড়িয়ে বেড়েছিল সোনার দাম(Gold Price)। এক লক্ষের গণ্ডি ছুঁয়েছিল সোনার দর। তবে নতুন সপ্তাহে সোনার দামে খানিক স্বস্তি। সোমবার সামান্য হলেও কমল সোনার দাম। জেনে নিন আজকের রেট।
আজ, সোমবার ৮ সেপ্টেম্বর কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৯৯৩৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১০৮৩৮০ টাকা। ১০ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম ৮১২৯০ টাকা। মুম্বইয়ে সোমবার ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৯৯৩৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১০৮৫৩০ টাকা। দিল্লিতে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৯৯৫০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১০৮৫৩০ টাকা। জয়পুরে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনা কিনতে খরচ হবে ৯৯৫০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনা কিনতে খরচ হবে ১০৮৫৩০ টাকা। পাটনায় ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৯৯৪০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১০৮৪১০ টাকা।
সপ্তাহের শুরুতে সস্তা সোনা, জেনে নিন কত কমল দাম
Gold Rate Today: The gold prices in India saw a notable decrease on September 8, 2025, with a dip across all purities. This downturn presents a potential window for buyers who have been waiting for a favorable entry point into the market. Today, the price for 24K gold stands at… pic.twitter.com/dSfvR3hxSg
— The Daily Jagran (@TheDailyJagran) September 8, 2025