নয়াদিল্লিঃ জুলাই (July) মাস পড়তেই হুহু করে বেড়েছে সোনার দাম(Gold Price)। মাঝে বিয়ের মরসুম থাকায় সোনার দাম পেরিয়েছিল ১ লক্ষের গণ্ডি। তবে চলতি সপ্তাহে একটু একটু করে কমছে সোনার দাম। বুধবারও একলাফে বেশকিছুটা কমল সোনার দাম। জেনে নিন, বুধবার কলকাতা ও অন্যান্য মেট্রো শহরে সোনার দাম কত। আজ, ১৬ জুলাই বুধবার কলকাতায় ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৯১০০ টাকা। ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৯১০০০ টাকা। ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৯৯২৮ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার সাম ৯৯২৮০ টাকা।
বুধে কতটা কমল সোনার দাম? জানুন ঝটপট
গতকাল, অর্থাৎ মঙ্গলবার ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ছিল ৯১৪৫ টাকা। গতকালের থেকে দাম কমেছে ৪৫ টাকা। অন্যদিকে বুধবার বাণিজ্যনগরী মুম্বইয়ে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৯১০০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৯৯২৮০ টাকা। চেন্নাইয়ে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৯১০০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৯৯২৮০ টাকা। বেঙ্গালুরুতে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম পড়বে ৯১০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম হবে ৯৯২৮০ টাকা। আমেদাবাদে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৯১০৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৯৯৩৩০ টাকা। কেরলে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনা কিনতে হলে খসাতে হবে ৯১০০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট অর্থাৎ পাকা সোনা কিনতে হলে দিতে হবে ৯৯২৮০ টাকা।
বুধে স্বস্তি দিল সোনার দাম, জেনে নিন আজ কিনলে কত সাশ্রয় হবে
💰 Gold prices change daily — don’t get left behind!
Track live rates, get price alerts, explore offers & use smart gold tools — all in one app.
📲 Download FinVedik GoldBiz & stay gold-smart!
🔗 Android: https://t.co/ceXTdu3ZMo
🔗 iOS: https://t.co/mWvhoRRP8j#GOLD pic.twitter.com/54IXIxMT69
— FinVedik (@finvedik) July 16, 2025