
কলকাতাঃ লক্ষ্মীবারে সোনার দামে (Gold Price)বড় বদল। লাগাতার দাম কমার পর, আজ ২২ মে আচমকা বাড়ল সোনার দাম। একলাফে কয়েকশো টাকা বাড়ল সোনার (Gold) দাম। জেনে নিন আজ, ২২ মে কলকাতার (Kolkata) বেড়ে কত হল সোনালী ধাতুর দাম। আজ, ২২ মে, বৃহস্পতিবার কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৯১, ৪০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৯৬, ১৫০ টাকা। গতকাল অর্থাৎ, বুধবার ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ছিল ৮৯,৪০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৯৪, ০৫০ টাকা। আজ ১৬০০ টাকা বেড়েছে ২২ ক্যারেট সোনার দাম। আর গ্রাম প্রতি ২৪ ক্যারেটের দাম বেড়েছে প্রায় ২ হাজার টাকার বেশি।
লক্ষ্মীবারে কত বাড়ল সোনার দাম? চোখ বুলিয়ে নিন একবার
অন্যদিকে রাজধানী দিল্লিতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৯১,৯০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৯৮,০৬০ টাকা। বাণিজ্যনগরী মুম্বইয়ে বৃহস্পতিবার ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৯১,৭৫০ টাকা এবং ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৯১,৯১০ টাকা। পুনেতে ১০ গ্রাম ২২ ক্যারেটে সোনা কিনতে হলে আপনাকে খরচ করতে হবে ৯১,৭৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনা কিনতে হলে দিতে হবে ৯৭,৯১০ টাকা। পাশাপাশি বেঙ্গালুরুতে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম পড়বে ৯১,৭৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম রয়েছে ৯৭,৯১০ টাকা। জয়পুরে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৯১,৯০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৯৮,০৬০ টাকা। এছাড়া লখনউয়ে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ৯১,৯০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৯৮,০৬০ টাকা।
ফের সোনার দামে ছ্যাঁকা, এললাফে কয়েক হাজার বাড়ল সোনালী ধাতুর দর, কলকাতায় বেড়ে কত হল?
The price of gold has increased in the domestic market today. The price has surged by Rs 1,700 per tola (11.66 grams) today and reached Rs 191,500.https://t.co/P09WXWLsX7
— Onlinekhabar English (@OnlineKhabar_En) May 22, 2025