কলকাতাঃ ইরান-ইজরায়েল (Iran-Israel War)যুদ্ধ আবহে ঊর্ধ্বমুখী সোনার দাম(Gold Price)। চলতি সপ্তাহে এক লাফে অনেকটাই বেড়ে গিয়েছে সোনার দাম। এক কথায় মধ্যবিত্তের হাতের নাগালের বাইরে সোনা। পাকা সোনার দাম ফের এক লক্ষের গন্ডি ছুঁইছুঁই। তবে সপ্তাহের শেষে সামান্য কমল সোনার দাম। জেনে নিন আজ, রবিবার কলকাতা এবং অন্যান্য মেট্রো শহরে সোনার দাম কত।
সপ্তাহের শেষে কত হল সোনার দাম?জানুন
আজ, ২২ জুন রবিবার কলকাতার ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১০০৭৫ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১০০০৭৫ টাকা। শনিবারের থেকে ২৭০ টাকা বাড়ল সোনার দাম। অন্যদিকে ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৯২৩৫ টাকা। ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৯২৩৫০ টাকা। এছাড়া ১ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম ৭৫৫৬ টাকা। ১০ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম ৭৫৫৬০ টাকা। অন্যদিকে রবিবার বাণিজ্যনগরী মুম্বইয়ে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৯২৩৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১০০৭৫০ টাকা। দিল্লিতে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৯২৫০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১০০৯০০ টাকা। হায়দরাবাদে ১০ গ্রাম ১১ ক্যারেট সণার দাম কলকাতার সমান অর্থাৎ ৯২৩৫০ টাকা। ১- গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১০০৭৫০ টাকা। জয়পুরে প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৯২৫০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১০০৯০০ টাকা।
সপ্তাহান্তে কমল না বাড়ল সোনার দাম? জেনে নিন ঝটপট
Gold price today: Rates for 24-carat and 22-carat remains constant in India on June 22, details here#goldpricetoday https://t.co/XvvLu7L2W4
— Kalinga TV (@Kalingatv) June 22, 2025