কলকাতাঃ ইরান-ইজরায়েল সংঘাতের (Iran Israel Conflict) মাঝে এক লাফে বেড়েছিল সোনার দাম (Gold Price)। ১ লক্ষের গণ্ডি পেরিয়েছিল সোনালী ধাতুর দর। সোনার দামের পারদ চড়তেই মাথায় হাত পড়েছিল ক্রেতাদের। মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গিয়েছিল দাম। বিক্রিবাট্টায় মন্দা দেখা দেওয়ায় মাথায় হাত পড়েছিল স্বর্ণ ব্যবসায়ীদেরও। কিন্তু মধ্যপ্রাচ্যে শান্তি ফিরতেই ধীরে ধীরে নিম্নমুখী সোনার দাম। আগের সপ্তাহের থেকেই এই সপ্তাহে কমল সোনার দাম। জেনে নিন আজ, ৩০ জুন কলকাতা ও অন্যান্য মেট্রো শহরে সোনার দাম কত।
সোমে কত সস্তা হল সোনা? জেনে নিন দর
আজ, সোমবার কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৮৯,২৯০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৯৭,৪১০ টাকা। বাণিজ্যনগরী মুম্বইয়ে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৮৯,২৯০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট ৯৭,৪১০ টাকা। আমেদবাদে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম পড়বে ৮৯,৩০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম হবে ৯৭,৪৬০ টাকা। পাটনায় ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৮৯,৩৪০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৯৭,৪৬০ টাকা। হায়দরাবাদে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৮৯,২৯০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৯৭,৪১০ টাকা। বেঙ্গালুরুতে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৮৯,২৯০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৯৭,৪১০ টাকা। চেন্নাইয়ে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনা কিনতে গেলে খসাতে হবে ৮৯,২৯০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম পড়বে ৯৭,৪১০ টাকা।
সপ্তাহের শুরুতেই সুখবর! আরও সস্তা হল সোনা, জেনে নিন আজকের দাম
Gold prices in India decline slightly amid easing geopolitical tensions https://t.co/xvrk4YcqFx
— Hindustan Times (@htTweets) June 30, 2025