নয়াদিল্লিঃ সরকারি স্কুলের (Govt School) ক্যান্টিনে (canteen) ভয়াবহ দুর্ঘটনা (Accident)। আচমকা সিলিন্ডার (Gas Cylinder) ফেটে লণ্ডভণ্ড গোটা ক্যান্টিন। আহত দুই রাঁধুনি। ক্ষতিগ্রস্ত ক্যান্টিনের বিস্তীর্ণ অংশ। সোমবার ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর লিঙ্গাভালির দিনদিগুলের একটি সরকারি স্কুলে। এদিন সকালে ক্যান্টিনে রান্না চলাকালীন এই দুর্ঘটনা ঘটে। আহত দুই জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শনে আসেন সে রাজ্যের শিক্ষা দফতরের আধিকারিকেরা। কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।
স্কুলের ক্যান্টিনে আচমকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আতঙ্কে ছোটাছুটি পড়ুয়াদের
Dindigul, Tamil Nadu: A gas cylinder exploded in the canteen of a government school in Lingavadi injuring two cooks. Both were hospitalized. Utensils were destroyed. Officials inspected the site; police are investigating pic.twitter.com/PLNNi0AR0q
— IANS (@ians_india) June 9, 2025