Kidnapping (Photo Credit: X)

নয়াদিল্লি: কর্ণাটকের বল্লারিতে ৬ কোটি টাকার বিনিময়ে মর্নিং ওয়াকের সময় ডাক্তারকে অপহরণ। পুলিশ সূত্রে খবর, চিকিৎসককে অপহরণ করার পর তার ভাইয়ের কাছে ৬ কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়। তবে অপহরণকারীরা মাত্র কয়েক ঘন্টা পরে চিকিৎসককে ছেড়ে দেয়, বাড়ি ফিরে যাওয়ার জন্য তাঁকে ৩০০ টাকা দেয়।

সূত্রে খবর, ৪৫ বছর বয়সী ডাঃ সুনীল সকাল ৬টার দিকে সূর্যনারায়ণপেটের শনেশ্বর মন্দিরের কাছে মর্নিং ওয়াক করতে যাচ্ছিলেন, ঠিক তখনই একটি টাটা ইন্ডিগো গাড়িতে করে এক দল লোক তাঁকে জোর করে গাড়িতে তুলে নিয়ে পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।

সুনীলের ভাই বেণুগোপাল গুপ্তা অপহরণকারীদের কাছ থেকে একটি হোয়াটসঅ্যাপ কল পান। অপহরণকারীরা তাঁর কাছে ৬ কোটি টাকা মুক্তিপণ দাবি করে। এরপর গুপ্তা দ্রুত পুলিশকে খবর দেন। পুলিশ জেলার বাইরে যাওয়ার পথগুলি বন্ধ করে দেয়। তবে, রাত ৮টার দিকে অপহরণকারীরা চিকিৎসককে একটি নির্জন স্থানে রেখে ছেড়ে দেয়। পুলিশ অপহরণকারীদের ধরার জন্য তল্লাশি শুরু করেছে।