জুলিয়া শেনো (ছবিঃX)

নয়াদিল্লিঃ ভারতীয় খাবারের স্বাদে মুগ্ধ বিদেশিনী। সম্প্রতি এক ফরাসি তরুণীর টুইট ঘিরে চরম উচ্ছ্বাস নেটপাড়ায়। সোশ্যাল মিডিয়ায় দিল্লিতে এক সান্ধ্যভোজনের অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি। জানা গিয়েছে, ওই ফরাসি তরুণীর নাম জুলিয়া শেনো। সূত্রের খবর বিগত দু'বছর ধরে ভারতেই বসবাস করছেন তিনি। সম্প্রতি সামাজিক মাধ্যম এক্সে জুলিয়া লেখেন, "জানি না ২০ বছর ভারতীয় খাবার ছাড়া কীভাবে বেঁচে ছিলাম। আজ প্রথমবার ওনামের সন্ধ্যায় ভারতীয় খাবারের সঙ্গে পরিচয় হল। অসাধারণ অভিজ্ঞতা। এত ভাল খাবার আগে খাইনি। এত ভাল স্বাদ যে অনেকটা বেশি খাবার খেয়ে ফেলেছি। কিন্তু তাতে কোনও আফসোস নেই। এখন নিশ্চিন্তে ঘুমিয়ে যেতে পারি।" দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরে বিদেশিনীর এই টুইট।

উল্লেখ্য, অনাম্ সান্ধ্য' মূলত কেরলের ফসল কাটার উৎসব। এই অনুষ্ঠানে ঐতিহ্যবাহী নিরামিষ ভোজ পরিবেশিত হয়। এই ভোজে আচার, মিস্টি, পায়েস, চাটনি মিলিয়ে মোট ২৬ রকমের পদ থাকে। মূলত কলাপাতায় খাবার পরিবেশন করা হয়।

ভারতীয় খাবারের স্বাদে মজলেন বিদেশিনী, ফরাসি তরুণীর টুইট ঘিরে উচ্ছ্বাস নেটপাড়ায়