প্রতীকী ছবি

মুম্বই, ২৮ মার্চঃ বানিজ্যনগরীতে আবারও প্রতারণার অভিযোগ। নকল সোনার কয়েন বিক্রি করে বৃদ্ধার সঙ্গে প্রতারণা। অবসরপ্রাপ্ত বৃদ্ধ খোয়ালেন সাড়ে ৫ লক্ষ টাকা। পুলিশ সূত্রে খবর, এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির কাছ থেকে দেড় কেজি ওজনের সোনার কয়েন কিনেছিলেন ওই বৃদ্ধ। যার দাম পড়েছিল সাড়ে পাঁচ লক্ষ টাকা। কিন্তু পরবর্তীকালে বৃদ্ধ জানতে পারেন ওই সোনার কয়েন গুলো কোনটাই আসল নয়। সবই নকল। প্রতারিত হয়েছেন ৭৮ বছরের বৃদ্ধ।

সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই বৃদ্ধ টেক্সটাইল মিলের অবসরপ্রাপ্ত কর্মচারি। ১৮ বছর আগে অবসর নিয়েছিলেন তিনি। স্বামী-স্ত্রী মিলে থাকতেন একসঙ্গে। গত ১০ মার্চ এক ব্যক্তি নিজের নাম রাজু জানিয়ে বৃদ্ধার কাছে এসে সাহায্য চান। বলেন তাঁর খুব টাকার দরকার। তাঁর বাড়িতে প্রচুর সোনার কয়েন রয়েছে। যা তিনি বিক্রি করতে চান। কিছু কয়েন নিজের সঙ্গে এনে বৃদ্ধকে দেখান তিনি। সোনার কয়েন দিয়ে ইচ্ছা মত গয়না গড়াতে পারবেন, প্রলোভন দেখিয়ে বৃদ্ধকে দেড় কেজির সোনা কিনতে প্ররোচিত করেন অভিযুক্ত রাজু।

সাড়ে ৫ লক্ষ টাকা ব্যয় করে দেড় কেজি ওজনের সোনার কয়েন কিনে যখন তিনি যাচাইয়ের জন্যে সোনার দোকানে যান তখন বৃদ্ধা জানতে পারেন, ওই সমস্ত সোনার কয়েন নকল। মাথায় হাত বৃদ্ধ দম্পতির। এরপরেই বৃদ্ধ ছুটে যান মুম্বই পুলিশের (Mumbai Police) কাছে। অভিযুক্তের বিরুদ্ধে থানায় প্রতারণার মামলা দায়ের করেছেন তিনি। অভিযুক্ত রাজুর তল্লাশি চালাচ্ছে মুম্বই পুলিশ। খতিয়ে দেখছে সমস্ত প্রয়োজনীয় সিসিটিভি ফুটেজ।