ভরসন্ধ্যেবেলায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল হরিয়ানার বাহাদুরগড় (Bahadurgarh) এলাকার একটি বাড়ি। বিস্ফোরণে ক্ষতিগ্রস্থ হয়েছে বাড়ির একাংশ। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একই পরিবারের চার সদস্যের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি একজন। ঘটনাস্থলে এসেছে স্থানীয় পুলিশ, ফরেন্সিক বিভাগের আধিকারিকরা। প্রাথমিক তদন্তের পর তদন্তকারী আধিকারিকদের দাবি, দুর্ঘটনাটি সিলিন্ডার বিস্ফোরণে কারণে হয়নি। কারণ সিলিন্ডার অক্ষত রয়েছে। তবে বাড়িতে লাগানো এসি ইউনিট ক্ষতিগ্রস্থ হয়েছে। যার থেকে মনে করা হচ্ছে, বিস্ফোরণটি এসি থেকেই হয়েছে।

বিস্ফোরণের কারণ স্পষ্ট নয়

তবে পুলিশের এও অনুমান যে ঘরের মধ্যে বিস্ফোরক মজুত ছিল, সেই কারণেও দুর্ঘটনাটি ঘটতে পারে। যদিও ঘটনাস্থল পর্যবেক্ষণের জন্য আসছে হরিয়ানা পুলিশের বিস্ফোরণ বিশ্লেষণ বিশেষজ্ঞ বিভাগের আধিকারিকরা। পুলিশের মতে, তাঁদের তদন্তেই স্পষ্ট হবে কী কারণে দুর্ঘটনার আসল কারণ। মৃতদের দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। অন্যদিকে আহত ব্যক্তির শারীরিক অবস্থা উদ্বেগজনক। তাঁকে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেখুন ভিডিয়ো

তদন্তকারী আধিকারিকের বক্তব্য

বাহাদুরগড়ের ডিসিপি ময়াঙ্ক মিশ্র জানিয়েছেন, "ঘটনাস্থল পরিদর্শনের পর একটা জিনিস স্পষ্ট যে দুর্ঘটনাটি সিলিন্ডার বিস্ফোরণের কারণে হয়নি। তবে কী কারণে ঘটনাটি ঘটল তা এখনই বলা যাচ্ছে না। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে বিশেষ টিম গোটা ঘটনার তদন্ত করছে"।