Picture courtesy: ANI Twitter

কাঠমাণ্ডু: ধর্ষণে অভিযুক্ত নেপালের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক (Former Nepali National team captain) সন্দীপ লামিছানে (Sandeep Lamichhane)-কে সাতদিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিলেন কাঠমাণ্ডু জেলা আদালতের (Kathmandu District Court)  বিচারপতি। সোমবার সকালে আইপিএলে (IPL) খেলা একমাত্র নেপালি ক্রিকেটারকে কাঠমাণ্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর (Tribhuwan International Airport) থেকে আদালতে হাজির করা হয়। এরপরই এই বিষয়ে আরও জেরা করার জন্য অভিযুক্ত ক্রিকেটারকে সাতদিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারপতি।

কিছুদিন আগে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল সন্দীপের বিরুদ্ধে। তারপর থেকে পলাতক থাকার পরে তাঁকে ধরতে ইন্টারপোলের (Interpol) সাহায্য নেয় নেপাল পুলিশ (Nepal Police)। গত বৃহস্পতিবার সকালে তিনি নেপালে ফিরে আসেন তারপর থেকেই জেরা চলছিল। তবে এই অভিযোগ ওঠার পর থেকে বারবার নিজেকে নির্দোষ বলেই দাবি করেছেন সন্দীপ।

সেপ্টেম্বরের ৬ তারিখ নেপাল পুলিশের কাছে লামিছানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনে এক নাবালিকা। পরেরদিনই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় সন্দীপের নামে। এমনকী তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে সাসপেন্ড করে নেপাল ক্রিকেট বোর্ড। এরপর সোশ্যাল মিডিয়ায় নিজেকে নির্দোষ বলে দাবি করে একটি পোস্ট করেন সন্দীপ। জানান, ক্যরিবিয়ান প্রিমিয়ার লিগ থেকে মাঝপথে বিরতি নিয়ে দেশে ফিরে আসবেন। তারপর আইনি লড়াই করে সমস্ত অভিযোগ মিথ্যা প্রমাণিত করবেন।

কিন্তু, এই দাবি করার পরেও দীর্ঘদিন বেপাত্তা ছিলেন সন্দীপ। শেষ পর্যন্ত নেপাল পুলিশের মনে হয়েছে, ইন্টারপোলের সাহায্য ছাড়া সন্দীপকে নেপালে ফিরিয়ে আনা সম্ভব নয়। সন্দীপের বিরুদ্ধে নোটিস জারি করে ইন্টারপোল। প্রসঙ্গত, ২০১৮ সাল থেকে দু’বছর দিল্লি ক্যাপিটালস দলের হয়ে আইপিএল খেলেছিলেন তিনি। মোট ন’টি ম্যাচ খেলে ১২টি উইকেট পেয়েছিলেন এই স্পিনার। নেপালের একমাত্র খেলোয়াড় হিসাবে আইপিএলে সুযোগ পেয়েছিলেন তিনি। তারপর থেকেই নেপাল ক্রিকেটের পোস্টার বয় হিসাবে উঠে আসেন।