প্রয়াত মুম্বইয়ের প্রাক্তন মেয়র তথা শিবসেনা নেতা বিশ্বনাথ মহাদেশ্বর (Vishwanath Mahadeshwar Dies)। বেশ কিছু দিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। সোমবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে প্রাক্তন মেয়রের। ৬৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বিশ্বনাথ মহাদেশ্বর।
আজ অর্থাৎ মঙ্গলবার দুপুরে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। বান্দ্রা মুম্বইয়ের টিচার্স কলোনি শ্মশানঘাটে শিবসেনা নেতার শেষকৃত্যের আয়োজন করা হয়েছে। শেষ দর্শনের জন্যে দুপুর ২টো পর্যন্ত পূর্ব সান্তাক্রুজের রাজা সম্ভাজি বিদ্যালয়ে শায়িত থাকবে তাঁর মৃত দেহ। বিকেল ৪টে নাগাদ শ্মশান ঘাটের উদ্দেশ্যে রওনা দেওয়া হবে।
শিবসেনা (Shiv Sena) নেতা বিশ্বনাথ মহাদেশ্বরের মৃত্যু উদ্ধভ ঠাকরের দলের জন্যে এক ব্যাপক ক্ষতি বলেই মনে করা হচ্ছে। বিশ্বনাথের শেষকৃত্যে শিবসেনা প্রধান উদ্ধভ ঠাকরে (Uddhav Thackeray) সহ অন্যান্য শিব সৈনিকরা যোগ দেবেন।