রাঁচি, ২ ফেব্রুয়ারিঃ ঝাড়খণ্ডে (Jharkhand) বেআইনি ভাবে জমির মালিকানা বদল চক্রের সঙ্গে যোগের অভিযোগে ইডির হাতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Hemant Soren)। বুধবার রাতে গ্রেফতারির আগে ইডি হেফাজতে থাকাকালীন রাঁচিতে (Ranchi) রাজভবনে গিয়ে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন হেমন্ত। আজ শুক্রবার তাঁকে আদালতে তোলা হলে ৫ দিনের ইডি হেফাজতের নির্দেশ শুনিয়েছে বিচারক।
বুধবার হেমন্তের সরকারি রাসভবনে গিয়ে জমি কেলেঙ্কারি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। টানা ৭ ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর ইডি জানায়, হেমন্তকে হেফাজতে নেওয়া হচ্ছে। আনুষ্ঠানিকভাবে গ্রেফতারির আগে রাজভবনে গিয়ে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (JMM) প্রধান। রাতে গ্রেফতার হন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তবে গ্রেফতারির আশঙ্কা আগে থেকেই ছিল, তাই স্ত্রী কল্পনা এবং ঘনিষ্ঠ চম্পই সোরেনকে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে বাছাই করে রেখেছিলেন হেমন্ত (Hemant Soren)। তাঁর স্ত্রীয়ের মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার বিধায়করা আপত্তি তুলতে থাকে। তাই দলের হাওয়া মুঝে চম্পইকে (Champai Soren) দলের পরবর্তী মুখ্যমন্ত্রী করার পথ বেছে নেন তিনি।
আজ রাঁচিতে রাজভবনে গিয়ে ঝাড়খণ্ডের নয়া মুখ্যমন্ত্রী হসাবে শপথ গ্রহণ করেছেন চম্পই সোরেন (Jharkhand New CM Champai Soren)। একদিকে চম্পইয়ের শপথ গ্রহণ অনুষ্ঠান চলেছে। অন্যদিকে আদালতে প্রাক্তন মুখ্যমন্ত্রীর জমি কেলেঙ্কারি মামালায় প্রাথমিক রায় শুনিয়েছে বিচারক। ৫ দিনের ইডি হেফাজতে পাঠানো হয়েছে হেম্মন্ত সোরেনকে (Hemant Soren)।
'বন্ধু' সোরেনের গ্রেফাতারিতে তীব্র প্রতিবাদ জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। হেমন্তের গ্রেফতারি নিয়ে তীব্র নিন্দা প্রকাশ করে মমতা এক্স হ্যান্ডেলে লিখলেন, 'হেমন্ত সোরেনের গ্রেফতারি আসলে একটা জনপ্রিয় সরকারকে ছোট করার পরিকল্পিত ষড়যন্ত্র'। এই গ্রেফতারিকে বিজেপির প্রতিহিংসা পরায়ণ রাজনীতির জন্য ইডি-র অপব্যবহার বলে ব্যাখা করেছেন মমতা।