
ভারত-পাক সংঘর্ষের আবহে তুরস্কের বিরুদ্ধে পাকিস্তানকে সরাসরি সমর্থন করার অভিযোগ উঠেছে। পাকিস্তানের সেই ‘বন্ধু’কেই এ বার কড়া বার্তা দিল বিদেশ মন্ত্রক। বলা হল, তুরস্ক পাকিস্তানকে সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ করতে বলবে, এই আশা রাখে দিল্লি। একইসঙ্গে ভারতের বিমানবন্দরগুলিতে তুরস্কের সংস্থা সেলেবির (Celebi Aviation) অনুমতি বাতিল নিয়েও অবস্থান স্পষ্ট করে দিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল (MEA Spokesperson Randhir Jaiswal )। বলেন, আমাদের আশা, তারা পাকিস্তানকে অনুরোধ করবে তারা যেন সীমান্তে সন্ত্রাসবাদকে সমর্থন করা এবং মদত দেওয়া বন্ধ করে। যে সন্ত্রাসবাদের রাজত্ব গড়ে উঠেছে গত কয়েক দশক ধরে, তার বিরুদ্ধে যেন পাকিস্তানকে পদক্ষেপ করতে বলে তুরস্ক।
সেলেবি এভিয়েশন নিয়ে কী বলছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালঃ
MEA Spokesperson Randhir Jaiswal confirms discussions with the Turkish Embassy regarding Celebi Aviation. He clarifies that the decision was made by the Bureau of Civil Aviation Security, which is responsible for handling security matters.#MEA #Turkey #CivilAviationSecurity… pic.twitter.com/TGzqTgXr2a
— DD News (@DDNewslive) May 22, 2025
তুরস্ককে কড়া বার্তা দিল বিদেশ মন্ত্রক
#WATCH📽️| India delivered a stern message to Turkey during a Ministry of External Affairs (MEA) briefing, with spokesperson Randhir Jaiswal urging Ankara to press Pakistan to end its support for cross-border terrorism.
Full briefing⏬https://t.co/8RDbvuWNGJ pic.twitter.com/qxzqL6f3cj
— Hindustan Times (@htTweets) May 22, 2025
সাংবাদিকদের সঙ্গে বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, "ভারত-পাকিস্তানের যেকোনো আলোচনা দ্বিপাক্ষিক হতে হবে। একই সাথে, আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই যে আলোচনা এবং সন্ত্রাস একসাথে চলতে পারে না। সন্ত্রাসবাদের ক্ষেত্রে যেমনটি আগেও আমরা বলেছি ভারত সেইসব উল্লেখযোগ্য সন্ত্রাসবাদীদের হস্তান্তর নিয়ে আলোচনা করতে ইচ্ছুক যাদের তালিকা কয়েক বছর আগে পাকিস্তানকে দেওয়া হয়েছিল।
আমি আরও জোর দিয়ে বলতে চাই যে জম্মু ও কাশ্মীর নিয়ে যেকোনো দ্বিপাক্ষিক আলোচনা কেবল পাকিস্তান কর্তৃক অবৈধভাবে দখলকৃত ভারতীয় ভূখণ্ড নিয়ে হবে। এবং সিন্ধু জল চুক্তির প্রশ্নে, যতক্ষণ না পাকিস্তান বিশ্বাসযোগ্যভাবে এবং অপরিবর্তনীয়ভাবে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের প্রতি তার সমর্থন প্রত্যাখ্যান করছে, ততক্ষণ পর্যন্ত এটি স্থগিত থাকবে। যেমনটি আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, জল এবং রক্ত একসাথে প্রবাহিত হতে পারে না। বাণিজ্য এবং সন্ত্রাসও একসাথে চলতে পারে না।"
পাকিস্তানকে কী বার্তা বিদেশ মন্ত্রকেরঃ-
MEA Spokesperson Randhir Jaiswal says, "Any India-Pakistan engagement has to be bilateral. At the same time, I would like to remind you that talks and terror don't go together. On terrorism itself, as I had said earlier, we are open to discussing the handing over to India of… pic.twitter.com/W70TWBRgg7
— DD News (@DDNewslive) May 22, 2025