নয়াদিল্লিঃ ফের র্যাগিং-এর বলি কলেজ পড়ুয়া। ইঞ্জিনিয়ারিং কলেজের হোস্টেল থেকে উদ্ধার ছাত্রের দেহ। হোস্টেলের আবাসিক উঁচু ক্লাসের পড়ুয়াদের অত্যাচারের জন্যই এই পদক্ষেপ বলে অনুমান পুলিশের।
জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম যাদব সাই তেজা। বয়স ২২। হায়দরাবাদের সিদ্ধার্থ ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র ছিলেন তিনি। মৃত্যুর আগের মোবাইলে একটি ভিডিয়ো করে রেখে যান তিনি। ওই ভিডিয়োতে মৃত ছাত্রকে বলতে শোনা যায়, "আমি কলেজ যাচ্ছিলাম। সেই সময় চার-পাঁচজন এসে আমার পথ আটকায়। আমায় হুমকি দেওয়া হয়। আমার কাছে টাকা চাওয়া হয়, তা না দিতে পারায় ওরা আমাকে মারধর করে। আমি খুব ভীত। ওরা আবার আমায় মারবে তাই আমি মরে যেতে চাই।" ভিডিয়োতে যাদবের মুখে স্পষ্ট আতঙ্ক। এই ঘটনায় মৃত ছাত্রের আইনজীবীর দাবি, বারে নিয়ে গিয়ে ওই পড়ুয়াকে মদ্যপানের ১০ হাজার টাকার বিল ধরায় সিনিয়ররা। সেই টাকা পরিশোধ করতে বাধ্য হন যাদব। এরপরই আত্মহত্যার সিদ্ধান্ত নেন তিনি। অন্যদিকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ফের র্যাগিংয়ের বলি, সিনিয়রদের অত্যাচার সহ্য করতে না পেরে আত্মঘাতী ইঞ্জিনিয়ারিং পড়ুয়া
Forced To Consume Alcohol, Pay Bill By Seniors, Hyderabad Student Kills Self https://t.co/j8HWU8nuKL - #bharatjournal #news #bharat #india
— Bharat Journal (@BharatjournalX) September 22, 2025