Punjab Flood (Photo Credit: X@@skynewsagra)

নয়াদিল্লিঃ বন্যার কবলে পঞ্জাব। বন্যার জেরে সমস্যার সম্মুখীন লক্ষাধিক মানুষ। বন্যার কারণে এখনও পর্যন্ত ২৯ জনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই ১২টি জেলার বিভিন্ন স্থান থেকে ১৫,৬০০-রও বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। নষ্ট হয়ে গিয়েছে প্রচুর টাকা ফসল। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, জ্যের ১,০৪৪টি গ্রামে প্রায় ২.৫৬ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পঞ্জাবের গুরদাসপুর জেলা। শুধুমাত্র এই জেলায় ক্ষতিগ্রস্ত ১.৪৫ লক্ষ মানুষ। এছাড়া মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে অমৃতসর, ফিরোজপুর ও ফাজিলকা। জলমগ্ন বিস্তীর্ণ এলাকা। ভিটেমাটি হারিয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন লক্ষ লক্ষ মানুষ। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, গুরদাসপুর জেলা থেকে সর্বাধিক ৫,৫৪৯ জনকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ফাজিলকা থেকে ২,০৪৯ জন, অমৃতসর থেকে ১,৭০০ জনকে উদ্ধার করা হয়েছে। পাঠানকোট থেকে ত্রাণ শিবিরে আশ্রয় দেওয়া হয়েছে ১১৩৯ জনকে। ইতিমধ্যেই পঞ্জাবে মোতায়েন জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর ২০ টি দল। এছাড়া মোতায়েন রয়েছে সেনাবাহিনী। উদ্ধারকার্যে ব্যবহার করা হচ্ছে ১১৪ টির বেশি নৌকা ও ৩৫ টি হেলিকপ্টার।

বন্যায় লণ্ডভণ্ড পঞ্জাব, মৃতের সংখ্যা বেড়ে ১৯