![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2022/12/Fjv8jwTacAAR-HM-380x214.jpg)
উত্তরপ্রদেশ: মায়ের পাশে শুয়ে মোবাইল ফোনে কার্টুন (Cartoons) দেখছিল পাঁচ বছর বয়সী কামিনী। হঠাৎ তার মা দেখতে পান কামিনীর হাত থেকে মোবাইল ফোনটা ছিটকে মাটিতে পড়ে গেল। তার মা প্রথমে ভাবলেন সে ইচ্ছা করেই এমনটা করছে। কিন্তু তার কোনও সাড়া পেয়ে আশঙ্কা প্রকাশ করেন। মেয়েকে ডাকাডাকি করে কোনও প্রতিক্রিয়া পাননি। আরও পড়ুন: Brazil : ব্রাজিলে প্রবল বৃষ্টির জেরে নিহত ৩
তাকে নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি ঘটেছে হাসানপুর কোতয়ালীর হাতিয়াখেদা গ্রামে। হানাসপুর কমিউনিটি হেলথ সেন্টারের চিকিৎসক ধ্রুবেন্দ্র কুমার জানান, শিশুটি হৃদরোগে আক্রান্ত (Heart Attack) হয়ে মারা গিয়েছে। তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।