নয়াদিল্লিঃ রাজধানীতে নারকীয় ঘটনা। পাঁচ বছরের শিশুকে অপহরণ (Kidnap) করে নৃশংসভাবে খুন। অভিযোগ বাবার গাড়ির চালকের বিরুদ্ধে। প্রতিশোধ নিতে খুন বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে দিল্লির নরেলা এলাকায়। শিশুর বাবার ট্রান্সপোর্টের (পরিবহণ) ব্যবসা রয়েছে। সাত-আটটি গাড়ি রয়েছে তাঁর। ওই সংস্থায় দু'জন চালক কাজ করতেন। তাঁদের নাম নিতু এবং ওয়াসিম। মঙ্গলবার সন্ধ্যায় মদ্যপ অবস্থায় ছিলেন তাঁরা। ঝগড়ার সময়ে নিতু ওয়াসিমকে মারধর করে বলে অভিযোগ। ঝগড়ার মাঝে ঢুকে নিতুকে বকাঝকা করেন শিশুর বাবা। পুলিশের অনুমান, এই ব্যবহার সহ্য করতে পারেনি নিত। এরপরই মালিকের শিশুকে খুনের পরিকল্পনা করে ফেলে সে। মঙ্গলবার সকালে বাড়ির বাইরে যখন খেলছিল শিশু তখন তাকে অপহরণ করে নিতু। এরপর নিজের ভাড়া বাড়িতে নিয়ে গিয়ে তাকে খুন করে সে। শিশুকে খুঁজে না পেয়ে পুলিশের দ্বারস্থ হয় শিশুর বাবা-মা। তদন্তে নেমে নিতুর ঘর থেকে শিশুকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় শিশুটিকে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ঘটনার পর থেকেই পলাতক নিতু।
প্রতিশোধ নিতে মালিকের ৫ বছরের ছেলেকে অপহরণ করে নৃশংসভাব খুন গাড়ি চালকের
#Delhi horror: Boy, 5, kidnapped, bludgeoned and stabbed by father’s driver; killing linked to revenge over scoldinghttps://t.co/ANUHyNujyG
— The Times Of India (@timesofindia) October 22, 2025